এই প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় এবং সফল গায়ক অরিজিৎ সিং। দেশে-বিদেশে তাঁর ফ্যান সংখ্যা অগুণতি। তাঁর মতো দরদি গলা আর ক’জনের আছে? কর্মসূত্রে মাঝেমধ্যে মুম্বইতে থাকতে হয়, প্রয়োজনে দেশে-বিদেশের নানান জায়গায় মিউজিক্যাল কনসার্টও করেন, তবে বাকি সময়টা নিজের ঘর জিয়াগঞ্জেই কাটান অরিজিৎ। এমনকী অরিজিৎ সন্তানরাও সেখানেই পড়াশোনা করে। সাফল্যের শিখরে থাকলেও নিজের শিকড়কে কোনওদিন ভুলে যাননি অরিজিৎ। এবার নিজের শহরের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন গায়ক।
জানা গিয়েছে, জিয়াগঞ্জের জন্য একটি ফ্রি-কোচিং ক্লাস শুরু করতে উদ্যোগী অরিজিৎ। সেখানকার মানুষ যাতে ইংরাজি ভাষা সহজে রপ্ত করতে পারেন তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন ‘তুম হি হো’ গায়ক।
গত মঙ্গলবার পারিবারিক বন্ধুর শঙ্কর মণ্ডলের নার্সিং কলেজে হাজির হয়েছিলেন, তাঁকে দেখে তো বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ল কলেজ চত্বরে। একদম ছা-পোষা লুকেই পাওয়া গেল অরিজিৎ-কে। পরনে সাদা টি-শার্ট আর ছাই রঙা প্যান্ট। স্কুটি চালিয়ে নিজেই পৌঁছেছিলেন সেখানে। নার্সিং কলেজের ছাত্রীরা রীতিমতো ঘিরে ধরে তাঁকে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিনামূল্যে ইংরাজি কোচিং সেন্টার খোলবার ব্যাপারে আলোচনা করতেই সেখানে হাজির হয়েছিলেন অরিজিৎ। কোচিং সেন্টার খোলবার জন্য দরকার ৮টি রুম। সেক্ষেত্রে এই নার্সিং কলেজে জায়গা মিলবে কিনা, তা নিয়ে আলোচনা করতে এসেছিলেন গায়ক।
শঙ্কর মণ্ডল জানিয়েছেন, জিয়াগঞ্জ থানা থেকে খানিকটা দূরে অবস্থিত তাঁর নার্সিং কলেজ। সকাল ছটা থেকে আটটা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই কলেজে অবৈতনিক ইংরেজি কোচিং ক্লাস চালানোর জন্য অনুমতি চেয়েছেন অরিজিৎ, গায়ককে আপত্তি জানানোর কোনও প্রশ্নই নেই যোগ করেন তিনি।
কিছুদিন আগেই নিজের স্কুলের পরিচালন সমিতির সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন অরিজিৎ। কখনও একজন সাধারণ বাবার মতো ছেলেদের স্কুলের বাইরে অপেক্ষারত অবস্থায় দেখা গেছে অরিজিৎ-কে। কদিন আগে অরিজিতের একটি ছবি ভাইরাল হয়েছিল সেখানে শিক্ষিকার পায়ের কাছে বসে থাকতে দেখা গিয়েছিল অরিজিৎ-কে।