খনই আবেদন করতে বলা হয়েছে
পুলিশের কাজের জন্যে আবেদন করতে হলে এখনই আবেদন করতে বলা হয়েছে। এজন্যে TNUSRB অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে বলা হয়েছে। লিঙ্কটি হল- tnusrb.tn.gov.ইন। এছাড়াও এই লিঙ্কে – tnusrb.tn.gov.ইন – ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে ক্লিক করুন- TNUSRB Constable Recruitment 2022 Notification।
শেষ তারিখ আগামী ১৫ অগাস্ট
তবে মাথায় রাখতে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ১৫ অগাস্ট। ফলে হাতে আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে। জানা যাচ্ছে, তামিলনাড়ু ইউনিফর্মড সার্ভিসেস রিক্রুটমেন্ট (TNUSRB Constable Recruitment 2022) বোর্ড মোট ৩৫৫২ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে দ্বিতীয় গ্রেডের পুলিশ কনস্টেবল, দ্বিতীয় গ্রেড জেল ওয়ার্ডার, ফায়ারম্যান পদের জন্যে এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা –
প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি / এসএসএলসি পাস হতে হবে। যে কোনও বোর্ড থেকে (TNUSRB Constable Recruitment 2022) পাশ করলেই আবেদন করা যাবে। এর পাশাপাশি তামিল ভাষার জ্ঞানও থাকতে হবে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদনের বয়সসীমা
এই বিষয়েও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আবেদনকারীর বয়সসীমা। নুনযতম ১৮ বছর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ ২৬ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করাজাবে বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে, প্রার্থীদের বেতন হিসাবে প্রতি মাসে 18,200 – 52,900/- টাকা দেওয়া হবে।