নতুন কোচের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। নতুন কোচ হিসেবে দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন দল নিযুক্ত করল শেষ মরসুমে রঞ্জি ট্রফি জয়ী কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। ভারতের ঘরোয়া ক্রিকেটের সফলতম কোচ চন্দ্রকান্ত। এ দেশের ঘরোয়া ক্রিকেট এবং তরুণ প্রতিভাদের তিনি যতটা ভাল চেনেন ততটা হয়তো চেনন না জাতীয় দলের নির্বাচকরাও।