সম্প্রতি এলআইসি এইচএফএলের (LIC HFL) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এলআইসি এইচএফএলের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
LIC HFL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৫ অগাস্ট, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
LIC HFL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৮০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট- ৫০টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ৩০টি পদ
LIC HFL Recruitment 2022: পরীক্ষার তারিখ
আপাতত প্রতিষ্ঠানের তরফে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর, ২০২২ মাসে অস্থায়ী ভাবে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | এলআইসি এইচএফএল (LIC HFL) |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার |
শূন্যপদের সংখ্যা | ৮০ |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
কাজের ধরন | বিশদ দেখুন |
কাজের স্থান | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫.০৮.২০২২ |
LIC HFL Recruitment 2022: আবেদন ফি
উভয় পদের জন্যই ৮০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে, এরই সঙ্গে প্রার্থীদের ১৮% জিএসটি চার্জ দিতে হবে।
আরও পড়ুন: প্রবল চাপে পার্থ, দেহরক্ষীর ৭ আত্মীয় এবার সিবিআই-এর সামনে! চাকরিতে মহা-দুর্নীতি?
LIC HFL Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
ম্যানেজার- অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- অনলাইন লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং কাজের অভিজ্ঞতা
LIC HFL Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে https://lichousing.com/ যেতে হবে।
‘কেরিয়ার’ ট্যাবে ক্লিক করতে হবে।
এরপর ‘অ্যাপ্লাই অনলাইন’ ট্যাবে ক্লিক করতে হবে।
প্রার্থীদের নিজেদের নাম রেজিস্টার করতে হবে।
আবেদনপত্র যথাযথ ভাবে পূরণ করে তারপর সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে জমা দিতে হবে।
আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্রটি সাবমিট করে দিতে হবে।
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করিয়ে রাখতে পারেন।