কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল ভাইপোর। সেই ক্ষোভে ভাইপোকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। ঘটনাটি কলকাতার ঠাকুরপুকুরের। মৃত যুবকের নাম দেবজিৎ দাস। কাকা অর্ণব দাসের বিরুদ্ধে তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনার পরেই অভিযুক্ত কাকাকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, গতকাল রাতে দেবজিৎকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে কাকা অর্ণব। ঘটনায় দেবজিতের বুকে ব্যথা শুরু হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় দেবজিতের। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে দেবজিতের পরিবার। যদিও সে ক্ষেত্রে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় অভিযোগ পেয়ে রাতেই ঠাকুরপুকুর থানার পুলিশ অর্ণবকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল দেবজিতের। প্রথমে সেই বিষয়টি পরিবারের কেউ জানতে না পারলেও একে একে সকলেই তা জেনে যায়। দেবজিতের কাকা অর্ণব বিষয়টি জেনে গেলেই হয় অশান্তি। পুলিশ সূত্রের খবর, দিন কয়েক আগে পুরীতে সপরিবারে বেড়াতে গিয়েছিল দেবজিৎ এবং অর্ণব। সেই সময় ট্রেনের মধ্যে কাকার সঙ্গে দেবজিতের বচসা বাঁধে। অর্ণব তার স্ত্রীর সঙ্গে ভাইপোকে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু, তারপরেও সম্পর্ক চালিয়ে যাওয়ায় গতকাল রাতে ফের কাকা ভাইপোর মধ্যে বচসা বাঁধে। এরপরে বাঁশ এবং লাঠি দিয়ে দেবজিৎকে বেধড়ক মারধর করেন কাকা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ