বিশাল কান্ত
ঝাড়খণ্ডের গুমলা জেলার টুকুটোলি গ্রাম। মেরেকেটে ২৪টি আদিবাসী পরিবারের বাস ওই প্রত্যন্ত গ্রামে। তবে আশ্চর্যজনকভাবে সেই গ্রামে কোনও মহিলা খুঁজে পাওয়া যাবে না। কেন এই পরিস্থিতি? সূত্রের খবর ওই গ্রামের ১৯জন মহিলাই বর্তমানে জেলে রয়েছেন। ডাইনি সন্দেহে দুজন মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল ওই গ্রামের মহিলাদের বিরুদ্ধে। এরপরই গত ৪ অগস্ট গ্রামের ১৯জন মহিলাকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়। তাদের বয়স ৩০-৭০ বছরের মধ্যে।
একেবারে নিঝুম হয়ে গিয়েছে গোটা গ্রাম। মহিলা শূন্য গোটা গ্রাম। তবে ২০১৩ সালের ১১ জুনের ওই ঘটনার কথা নিয়ে আর কেউ মুখ খুলতে চান না।যোগীন্দর সিং নামে ২৫ বছর বয়সী এক গ্রামবাসীর দাবি, এটা হওয়া উচিত ছিল না। এভাবে গণপিটুনি হওয়া উচিত ছিল না। কারাদন্ডও হত না। কীভাবে এই সংকট থেকে মুক্তি হওয়া যাবে সেটাও বোঝা যাচ্ছে না। তিনি বলেন, মা, দুই বোন সবাই জেলবন্দি। কীভাবে কী হবে কিছুই বুঝতে পারছি না।
প্রসঙ্গত ২০১৩ সালে ব্রিজানিয়া ইন্দিবর ও ইগ্নেসিয়া ইন্দিবরের স্থানীয় আখরাতে পিটিয়ে খুন করা হয়েছিল। অগাস্টিন ইন্দিবর নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তির আগেই মৃত্যু হয়েছিল। ওই দুই মহিলাকে ডাইনি বলে সন্দেহ করা হয়। এরপরই ওই দুই মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার খবর পেতেই পুলিশ ১৯জন মহিলাকে গ্রেফতার করেছিল।
মৃত এক মহিলার ছেলে এডউইন ইন্দিবর জানিয়েছেন, মাকে মেরে ফেলা হয়েছিল এটা ঘটনা। তবে সেই ঘটনায় গোটা গ্রাম শেষ হয়ে গেল।
(Source: hindustantimes.com)