
#দিনহাটা: জোরপূর্বক এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বামনহাট উত্তর লাউচাপড়া এলাকায়। স্থানীয় সূত্রের খবর, ‘দিনহাটা দুই নং ব্লকের কালমাটি বকশীটারী এলাকার এক মহিলার সঙ্গে চৌধুরী হাট গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোলের হাট এলাকার মফিজুল মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই মহিলার একটি এক বছরের সন্তান ও রয়েছে কিন্তু মফিজুল মিয়া নামের ওই ব্যক্তি কিছুদিন আগে ওই মহিলাকে বিহারে নিয়ে গিয়েছিলেন। সেখানে কিছুদিন থাকার পর ওই ব্যক্তি তার বোনের বাড়িতে নিয়ে আসেন সেই মহিলাকে এবং সেখানে মহিলাকে মারধর করে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে মহিলার অভিযোগ।’
তারপর থেকে সেই ব্যক্তি অনবরত ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও মহিলা ফোনে কোনও সাড়া না দিয়ে ফোন বন্ধ করে রেখে দিতেন। আচমকাই বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা নাগাদ কন্ট্রোলের হাটের ওই ব্যক্তি মফিজুল মিয়া কালমাটি বকশিটারি এলাকায় ওই মহিলার বাড়ির সামনে যায় এবং ফোন করে তাকে বাইরে আসতে বলে। মহিলা বাড়ির বাইরে আসতেই জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে সেই ব্যক্তি। বাড়ির অন্য সদস্যরা সেই দৃশ্য দেখতে পেলে তার পিছনে বাইক নিয়ে পিছু করেন তারা। বামনহাট হাসপাতালের সামনে তাদের আটক করে ফেলা হয়।
আটকের পর ফাঁকা একটি জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই মফিজুর মিয়া নামের ওই ব্যক্তি জানায়, “আজ তাকে ফোন করে কালমাটিতে এই মহিলার বাড়িতে ডাকা হয়েছিল এবং মহিলাকে নিয়ে যাওয়ার কথা বলা হয়। বাড়ির সামনে গেলে নিজে থেকেই গাড়িতে উঠে বসে সেই মহিলা। তারপর কিছু ছেলে বামনহাট হাসপাতাল মোড়ের কাছে তাকে আটক করে।” ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। খবর পেয়ে তৎক্ষণাৎ সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মফিজুল মিয়া-সহ ওই মহিলা ও তার স্বামীকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে। এবং পরবর্তীতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। তবে এই বিষয় নিয়ে কোন রকম ভাবে মুখ খুলতে রাজি হয়নি দু-পক্ষের কেউ।
Sarthak Pandit
