সঙ্কটমুক্ত রাজু! কমেডিয়ানের ‘ব্রেন ডেড’ হওয়ার সংবাদের পর সুখবর দিলেন শেখর সুমন

সঙ্কটমুক্ত রাজু! কমেডিয়ানের ‘ব্রেন ডেড’ হওয়ার সংবাদের পর সুখবর দিলেন শেখর সুমন

#মুম্বই: সঙ্কটমুক্ত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। শুক্রবার বিকেলে অভিনেতা শেখর সুমনের ট্যুইটে হাঁফ ছেড়ে বাঁচলেন রাজুর ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা।

বৃহস্পতিবার জানা গিয়েছিল, বুধবার কমেডিয়ানের শারীরিক অবস্থার অবনতি হয়। কৌতুকাভিনেতা সুনীল পাল একটি ভিডিও শেয়ার করে বলেছিলেন, রাজুর ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। প্রায় ‘ব্রেন ডেড’। অবস্থা ভাল নয়।

তার পর দিন শেখর সুমন ট্যুইট করেন, ‘রাজু যে গুরুতর অবস্থার মধ্যে ছিলেন, সেখান থেকে আজ তিনি বেরিয়ে এসেছেন। সেরা ডাক্তার, নিউরো সার্জেনরা তাঁর চিকিৎসা করছেন এবং পরিস্থিতি আরও ভাল হচ্ছে। আমি মনে করি, রাজুর নিজের ইচ্ছাশক্তি এবং আমাদের সম্মিলিত প্রার্থনা শুনতে পাচ্ছেন ঈশ্বর।’

১০ অগাস্ট জিমে শরীরচর্চার সময়ে হার্ট অ্যাটাক হয় রাজু শ্রীবাস্তবের। তার পরেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়।

এইমস-এ ভর্তি হওয়ার পরে ৫৮ বছর বয়সি কমেডিয়ানের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। জানা গিয়েছিল, রাজুর ব্রেন ড্যামেজ হয়েছিল হার্ট অ্যাটাকের সময়েই। মস্তিষ্কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর থেকে জ্ঞান ফেরেনি তাঁর। তবে শরীরে অল্পবিস্তর নড়াচড়া হচ্ছে।

প্রসঙ্গত, রাজুর ভাই আশিষ শ্রীবাস্তব জানিয়েছিলেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন রাজু। ১০ তারিখ একটি জিমে গিয়েছিলেন তিনি। একই দিনে খানিক বাদে আরও একটি জিমে যান তিনি। ওখানেই অসুস্থ হয়ে পড়েন কমেডিয়ান।

Published by:Teesta Barman

(Source: news18.com)