যে কোনও সময়ে সাইবার প্রতারণার শিকার হতে পারেন, আজই জেনে নিন হেল্পলাইন নম্বর

যে কোনও সময়ে সাইবার প্রতারণার শিকার হতে পারেন, আজই জেনে নিন হেল্পলাইন নম্বর

#তমলুক: আপনি সাইবার প্রতারণার শিকার! ফোনে আসা প্রতারণা চক্রের কল ধরে খুইয়ে ফেলেছেন ব্যাঙ্ক জমানো টাকা। চিন্তা না করে দ্রুতই টোল ফ্রি হেল্পলাইন নম্বরে কল করুন। পেয়ে যেতে পারেন খোয়া যাওয়া টাকা। সময় যত এগোচ্ছে ততই অপরাধীদের অপরাধ করার ক্ষেত্র বদলাচ্ছে। বর্তমান সময়ে সাইবার প্রতারণা বা সাইবার অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে। ফোনে বহু মানুষ সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। এ বার সাইবার অপরাধ আটকাতে বিশেষ ভূমিকা নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

সাইবার প্রতারণার শিকার! অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর চালু জেলা পুলিশের। সাইবার অপরাধের (Cyber Crime) ঘটনা ক্রমশ বাড়ছে। সাইবার ​ক্রাইমের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেকেই। এ বার সাইবার অপরাধের অভিযোগের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য টোল ফ্রি নম্বরের ওপরই জোর দিল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পুলিশ।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে জানান, সাইবার প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারলেই টোল ফ্রি ১৯৩০ নম্বরে ফোন করে জানান। তিনি আরও বলেন, জেলায় সাইবার প্রতারণার ঘটনা বেড়ে চলেছে। ফোন করে নানাভাবে টাকা চেয়ে মানুষকে প্রতারণা করা হচ্ছে। সাধারণ মানুষও বুঝতে না পেরে প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। তাই সাধারণ মানুষকে দ্রুত তদন্ত দেওয়ার জন্য জেলায় একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বরটি হল ১৯৩০। এই নম্বরে ফোন করে জানালেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নম্বরে ফোন করার পর প্রতারিত ব্যক্তিকে গাইডলাইন দেওয়া হবে। সেই গাইডলাইন অনুযায়ী প্রতারিত ব্যক্তি কাজ করলে খোয়া যাওয়া টাকা ফেরত পেতে পারেন।

Saikat Shee

Published by:Shubhagata Dey

(Source: news18.com)