‘দলের সাথে আছি, দলের সাথেই ছিলাম’, এসএসকেএম থেকে বেরনোর সময় বললেন পার্থ

‘দলের সাথে আছি, দলের সাথেই ছিলাম’, এসএসকেএম থেকে বেরনোর সময় বললেন পার্থ

#কলকাতা:  শনিবার প্রেসিডেন্সি জেল-এ আচমকাই অসুস্থ হয়ে পড়েন  পার্থ চট্টোপাধ্যায়, তাঁকে নিয়ে আসা হল এসএসকেএম-এ। গাড়ি থেকে নামার সময় সাংবাদিকদের প্রশ্নে অপসারিত মন্ত্রী বলেন, ” শরীরটা ভাল নেই।”

পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলে গিয়েছিল, তাই হাসপাতালে তাঁর এক্স-রে করা হয়। এসএসকেএম থেকে বেরনোর সময় প্রাক্তন মন্ত্রী বলেন, ‘দলের সাথে আছি, দলের সাথেই ছিলাম’! চারদিকে পুলিশে-পুলিশে ছয়লাপ, পার্থ আর কিছু বলতে পারার আগেই তাঁকে তুলে নেওয়া হয় গাড়িতে! গাড়ি রওনা দেয় প্রেসিডেন্সি জেল-এর উদ্দেশ্যে।

শনিবার অন্যদিনের তুলনায় হাসপাতাল চত্বর অনেকটাই ফাঁকা ছিল, তবুও নিরাপত্তার খাতিরে জরুরি বিভাগের পিছনের গেট দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে আসপাতালে ঢোকানো হয়। মোতায়েন ছিল প্রচুর পুলিশ। পরণে গোলাপি খাদির পাঞ্জাবি, মুখে সার্জিক্যাল মাস্ক… চোখে-মুখে ক্লান্তির ছাপ… একাই গাড়ি থেকে নামলেন একদা দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ‘শরীর কেমন আছে?’ সাংবাদিকদের প্রশ্নে রীতিমতো বিরক্ত তিনি! উপস্থিত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে ঝাঁঝিয়ে উঠলেন, ”এটা কি হচ্ছে?
” এরপর প্রাক্তন মন্ত্রীকে হুইল চেয়ারে বসানো হয়। তখন ফের প্রশ্ন করা হলে, তীব্র হতাশা নিয়ে পার্থ বলেন, ” শরীরটা ভালো নেই।”

অন্যদিকে,  এ রাজ্যেই সীমাবদ্ধ নয়, ভিনরাজ্যেও খোঁজ মিলল রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের একটি হোটেলে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। হাজারিবাগের সেই হোটেল থেকে পার্থর বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। সূত্রের খবর, হাজারিবাগের হোটেলে পার্থ ঘনিষ্ঠর কাছে এই বিপুল অঙ্কের টাকা ছিল। কিন্তু হোটেলে আয়কর দফতরের আধিকারিকরা পৌঁছনোর আগেই পলাতক ঘনিষ্ঠ। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। একই মামলায় অভিযুক্ত দু’জনকে ১৯ অগাস্ট শুক্রবার আদালতে পেশ করা হয় ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে। এ দিন ফের তাঁদের দু’জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আজ ফের এই বিপুল পরিমান সম্পত্তির হদিস মিলল। তবে এই বিপুল অঙ্কের টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কার মাধ্যমেই বা পাচার করা হচ্ছিল, তা এখনও জানা যায়নি।

Published by:Rukmini Mazumder

(Source: news18.com)