টেন্ডার পাইয়ে দিতে অনুব্রতকে ১০ কোটি টাকা তোলা! বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ীর

টেন্ডার পাইয়ে দিতে অনুব্রতকে ১০ কোটি টাকা তোলা! বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ীর

#বীরভূম: অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। এই সকল বিস্ফোরক অভিযোগের মধ্যে শুক্রবার যে অভিযোগ উঠে এসেছে তার রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে জেলায়। এক ব্যবসায়ীর অভিযোগ তিলপাড়া ব্যারেজ সংস্কারের টেন্ডার পেতে ১০ কোটি টাকা তোলা চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। এমনকি সেই টাকা সম্পূর্ণ দিতে না পারার কারণে তিনি কাজ পাননি এবং বীরভূম জেলা পরিষদে তার যে টাকা জমা রাখা ছিল তা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। এমন বিস্ফোরক অভিযোগ করেছেন যৌথভাবে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকা অরূপ রতন ভট্টাচার্য।

অরূপ রতন ভট্টাচার্য যৌথভাবে ঠিকাদারীর ব্যবসা করেন প্রবীর মণ্ডলের সঙ্গে। এ ছাড়াও তাদের সিউড়িতে একটি নামী সংস্থার গাড়ির শোরুম রয়েছে। শুক্রবার যখন অনুব্রত মণ্ডলের ভোলে বোম রাইস মিলে হানা দেন সিবিআই আধিকারিকরা, সেই সময়ে রাইস মিলে ছিল পাঁচটি নামী সংস্থার গাড়ি। এই সব গাড়ির মধ্যে বেশ কয়েকটি গাড়ি অনুব্রত মণ্ডলকে ব্যবহার করতে দেখা গিয়েছে। রাইস মিলে ছিল একটি Ford Endeavour, যে গাড়িটির নম্বর WB54U6666। এই গাড়ির মালিক প্রবীর মণ্ডল। এই তথ্য জানার পরেই যখন প্রবীর মণ্ডলের কাছে যাওয়া হয় তখন একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতে শুরু করে।

ঠিকাদার ব্যবসার সঙ্গে যুক্ত অরূপ রতন ভট্টাচার্য জানান, “কাজ ঠিকমতো করতে হলে ওনাকে (অনুব্রত মণ্ডল) দক্ষিণা না দিলে কাজ হতো না। সায়গাল হোসেন ও দাদাকে (অনুব্রত মণ্ডল) ৫ কোটি ৬৩ লক্ষ টাকা ধাপে ধাপে দেওয়া হয়েছিল। বাড়িতেই সেই টাকা দেওয়া হয়। ১০ কোটি টাকা চাওয়া হয়েছিল কিন্তু সেই ১০ কোটি টাকা দিতে না পারায় কাজ ক্যানসেল হয়ে যায়।” পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সেই টাকা তিনি ফেরত চাননি। তবে কাজের জন্য একদিন বলতে গিয়েছিলেন এবং তার পরিবর্তে রাত্রির দেড়’টার সময় তাঁর কাছে ফোন আসে এবং বলা হয় জেলা পরিষদে যে টাকাটা জমা আছে, সেই টাকাটা তুলে নিতে। যদি সেই টাকা তোলা না হয় তাহলে গাঁজা কেস দিয়ে দেওয়া হবে।

ব্যবসায়ীর দাবি, জেলা পরিষদে ওই ব্যবসায়ীর ৮৪ লক্ষ টাকা জমা ছিল। তিনি দাবি করেছেন এই ফোনের পর তিনি সেই টাকা তুলে নিয়েছেন তবে এরপরেও ১ লক্ষ ২৪ হাজার টাকা জেলা পরিষদে পড়ে রয়েছে। সেই টাকা এখনও ফেরত দেওয়া হয়নি। এই হুমকি সরাসরি অনুব্রত মণ্ডল দিয়েছিলেন বলেই দাবি অরূপ রতন ভট্টাচার্যের।

Madhab Das

Published by:Shubhagata Dey

(Source: news18.com)