কোন কোন বলিউড তারকাদের গিনেসবুকে নাম রয়েছে, জানেন আপনি

কোন কোন বলিউড তারকাদের গিনেসবুকে নাম রয়েছে, জানেন আপনি

আশা ভোঁসলে

তিনি একজন জনপ্রিয় ও বিখ্যাত গায়িকা ছিলেন। তাঁর গানের গলা ছিল কোকিলকণ্ঠী। তিনি তাঁর কেরিয়ার অনেক গান ভক্তদের উপহার দিয়েছেন। গায়িকার গানে এখনও মুগ্ধ হয়ে থাকেন সকলে। ২০১১ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল গায়িকার। সবচেয়ে বেশি রেকর্ডিংয়ের জন্য তাঁর নাম গিনেসবুকে উঠে ছিল। ভারতের নানা ভাষায় ১১ হাজারের বেশি গান গেয়েছেন।

অভিষেক বচ্চন

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন বেশ জনপ্রিয়। ‘দিল্লি সিক্স’ সিনেমার প্রচারের জন্য বারো ঘণ্টা প্রাইভেট জেট নিয়ে ১৮০০ কিমি যাতায়াত করেছিলেন। আর এই কারণেই তাঁর নাম গিনেস বুকে উঠেছিল।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। ২০১৬ সালে গিনেস বুকের নাম উঠেছিল এই অভিনেত্রীর। সুন্দর নেল আর্ট করে গিনেসবুকে নিজের নাম তুলেছিলেন তিনি।

 শাহরুখ খান

শাহরুখ খান

শাহরুখ খান যাকে বলিউডের বাদশা বলা হয়। অনেক ভালো সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের। তার ফ্যানের সংখ্যা গগনচুম্বি। তাকে রোমান্সের কিংও বলা হয়। দেশের বাইরেও অর্থাৎ বিদেশেও শাহরুখ খানের প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে। ২০১৩ সালে সর্বোচ্চ আয় করে গিনেসবুকে নাম উঠেছিল অভিনেতার। সেই বছর তিনি প্রায় ২২১ কোটি টাকা রোজগার করেছিলেন।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন সম্পর্কে বলার কিছু নেই। এক কথায় তিনি যেন বলিউডের রাজা। ব্যারিটোন ভয়েসের জন্য লাখো লাখো মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন। আর সেই গলার স্বরের জন্য গিনিস বুকে নাম উঠেছে অমিতাভ বচ্চনের। ১৯ জন জনপ্রিয় শিল্পী সঙ্গে হনুমান চল্লিশা গাওয়ার জন্য গিনিস বুকে নিজের স্থান করে নিতে পেরেছিলেন বিগ বি।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ বলিউডের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী এবং সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন। ২০১৩ সালে অভিনেত্রীর মোট আয় করেছিলেন ৬৩.৭৫ কোটি টাকা। আর এত টাকা আয় করে তিনি গিনেস বুক ওয়ার্ল্ডের রেকর্ডে নিজের স্থান করে নিয়েছিলেন।

কুমার শানু

কুমার শানু

কুমার শানু নব্বই দশকের সেরা গায়কের তালিকায় রয়েছেন কুমার শানু। বাংলা থেকে হিন্দি নানান সিনেমায় প্রচুর সুপার হিট গান রয়েছে। তার একদিনে সর্বোচ্চ গান রেকর্ড করে গিনেজ বুকে নাম তুলেছিলেন কুমার শানু। একদিনে ২৮ টি গান রেকর্ড করেছিলেন তিনি। তারপরেই তাঁর নাম গিনেসবুকে উঠেছিল। তাঁর গানে মুগ্ধ হয়েছেন অনেকেই।

সমীর আনজান

সমীর আনজান

বলিউডের বিখ্যাত গীতিকার হলেন সমীর আনজান। গিনিস বুক ওয়ার্ল্ডে তার নাম রয়েছে। বলিউডের সর্বাধিক জনপ্রিয় গীতিকার হিসেবে তিনি মনোনীত হয়েছিলেন। ২০১৫ সাল পর্যন্ত ৩ হাজার ৫২৪টি গান রচনা করেছিলেন তিনি।

 অশোক কুমার

অশোক কুমার

অশোক কুমার ১৯৩৬ সালে জীবন নাইয়া সিনেমা দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। অশোক কুমার বলিউডে মুখ্য চরিত্রের দীর্ঘতম কেরিয়ারের জন্য রেকর্ড গড়েছিলেন। অভিনেতার তারপরেই তার নাম উঠেছিল গিনেস বুকে।

জগদীশ রাজ

জগদীশ রাজ তিনি কিন্তু বেশ জনপ্রিয় অভিনেতা ছিলেন। একসময় সর্বাধিক টাইপ কাস্ট অভিনেতা হওয়ার জন্য গিনেস বুকে তার নাম উঠেছিল। তিনি ১৪৪টি সিনেমায় পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেছিলেন।

কাপুর পরিবার

কাপুর পরিবার

কাপুর পরিবার বলিউডের বিখ্যাত পরিবার মধ্যে একটি। তারা কিন্তু গিনেস বুকে ওয়ার্ল্ডে নিজের জায়গা করে নিয়েছে। কাপুর পরিবারের প্রথম অভিনেতা ছিলেন পৃথ্বীরাজ কাপুর। ওই পরিবারে রণবীর কাপুর থেকে করিনা কাপুর সকলেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত।