প্রথম দু’ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করেছে। এবার তৃতীয় ম্যাচ জিতে জিম্বাবোয়েকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। উল্লেখযোগ্য বিষয় হল, আগেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে ভারত প্লেয়িং ইলেভেন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেয়ে যায়।
22 Aug 2022, 03:14:06 PM IST
ব্যাট চালাচ্ছেন গিল
৩৭ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১৮২ রান। ৬০ বলে ৭১ রান করেছেন শুভমন গিল। তিনি ১০টি চার মেরেছেন। ৪৯ বলে ৩৫ রান করেছেন ইশান কিষাণ। তিনি ৫টি চার মেরেছেন।