কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে নেওয়া হবে কয়েকশো স্টেনোগ্রাফার! নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন  দফতরে নেওয়া হবে কয়েকশো স্টেনোগ্রাফার! নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির

নিয়োগস্থল

গ্রেড সি-র অধিকাংশ নিয়োগ হবে দিল্লিতে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক কিংবা দফতরে। আর গ্রেড ডি জন্য দিল্লি-সহ যে কোনও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক কিংবা দফতরে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

কোনও স্বীকৃত বোর্ড কিংবা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক কিংবা সমতুল পাশ। যা সম্পূর্ণ হতে হবে ২০২০-র ১ অগাস্টের মধ্যে। তবে এক্ষেত্রে লিখিত পরীক্ষায় সফল হলে স্টেনোগ্রাফিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।

লিখিত পরীক্ষার ফল বেরনোর পরে স্টেনোগ্রাফির পরীক্ষা হতে যেহেতু অনেকটাই সময় পাওয়া যাবে, সেই সময়ের মধ্যে যাঁরা ইংরেজি কিংবা হিন্দি স্টেনোগ্রাফি জানেন না, তাঁরা ইচ্ছে করতে আবেদন করতে পারবেন।

পাশাপাশি চাকরিতে নিযুক্ত হলে একটি ভাষায় নিযুক্ত হওয়াদের অন্যভাষার শর্টহ্যান্জও শিখতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।

বয়সসীমা

বয়সসীমা

গ্রেড সি স্টেনোগ্রাফারের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ( সেক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ১৯৯২-এর ২ জানুয়ারি থেকে ২০০৪ সালের ১ জানুয়ারির মধ্যে)
গ্রেড ডি স্টেনোগ্রাফারের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। ( সেক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ১৯৯৫-এর ২ জানুয়ারি থেকে ২০০৪ সালের ১ জানুয়ারির মধ্যে)
দুটি ক্ষেত্রেই বয়সের শর্ত পূরণ করতে হবে ২০২২-এর ১ জানুয়ারির মধ্যে।

তফশিলি জাতি, উপজাতি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

প্রার্থী বাছাই

প্রার্থী বাছাই

লিখিত পরীক্ষায় সফল হলে স্টেনোগ্রাফির স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা ২০২২-এর নভেম্বরে। ২ ঘন্টায় সেই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল টাইপের জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস-এর ৫০ টি করে প্রশ্ন ৫০ নম্বর করে থাকবে। এছাড়াও ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের ওপরে ১০০ টি প্রশ্ন থাকবে ১০০ নম্বরের। ভুল করলে নম্বর কাটা যাবে।

 আবেদনের ফি

আবেদনের ফি

সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের ফি হল ১০০ টাকা। নেটব্যাঙ্কিং, ভিম ইউপিআই, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়া যাবে। তবে তফশিলি জাতি, উপজাতি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের কোনও ফি লাগবে না। ফি জমা দেওয়ার ক্ষেত্রে এসবিআই-এর যে কোনও শাখায় চালানের মাধ্যমেও নগদে ফি জমা দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

https://ssc.nic.in/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ২০ অগাস্ট এসএসসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যাঁরা প্রথমবার আবেদন করছেন, তাঁদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তবে আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে, অনলাইনে আবেদন করার আগে এসএসসির ওয়েবসাইট থেকেই পরীক্ষা ও ফর্ম ফিলআপের জন্য বিস্তারিত ভাল করে দেখে নিতে।