বেলেঘাটায় মাটি খুঁড়তেই ভয়াবহ বিস্ফোরণ, হাত উড়ে গেল শ্রমিকের, জখম ২

বেলেঘাটায় মাটি খুঁড়তেই ভয়াবহ বিস্ফোরণ, হাত উড়ে গেল শ্রমিকের, জখম ২

বেলেঘাটায় মাটি খুঁড়তেই ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে শ্রমিকের হাত। সম্ভবত সকেট বোমা এলাকায় ছিল বলে অনুমান করা হচ্ছে। সেই বোমাই সশব্দে ফেটে যায়। এই বোমার আঘাতে দুজন গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী হয়েছিল ঘটনাটা?

স্থানীয় সূত্রে খবর, এদিন বেলেঘাটায় একটি নির্মাণকাজ হচ্ছিল। সেই সময়ই আচমকা তীব্র শব্দ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রবল ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। এরপর তীব্র আর্তনাদ শোনা যায়। তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বিস্ফোরণস্থলের কাছেই একজন পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকা। মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন এক ব্যক্তি।

অন্যদিকে অপর এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনিও গুরুতর জখম হয়েছেন। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এলাকায় সকেট বোমা মজুত করা ছিল। গর্ত খোঁড়ার সময় সেই বোমাতে আঘাত লাগে। তার জেরে সেটি ফেটে যায়। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। তবে এই বিস্ফোরণের ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

স্থানীয় সূত্রে খবর, বেলেঘাটার সরকারবাজারের বালির মাঠ এলাকায় ফ্ল্যাট তৈরির কাজ হচ্ছে। সোমবার দুপুরে সেখানে কাজ হচ্ছিল। আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ। তণ্ময় প্রামাণিক বলে স্থানীয় এক বাসিন্দা জখম হয়েছেন। অপরদিকে এক শ্রমিকও জখম হয়েছেন এদিন।