পাচারের আগেই উদ্ধার লক্ষ লক্ষ টাকার বিদেশি পাখি, গ্রেফতার ১

পাচারের আগেই উদ্ধার লক্ষ লক্ষ টাকার বিদেশি পাখি, গ্রেফতার ১

#মিনাখাঁ: লক্ষ লক্ষ টাকার বিদেশি পাখি পাচারের চক্রান্ত ফাঁস। কলকাতা বাসন্তী হাইওয়ের মালঞ্চ দক্ষিণ ঘরের কাছে রবিবার গভীর রাতে নাকা চেকিং চালানোর সময় গাড়ি থেকে বেশ কিছু বিদেশি পাখি উদ্ধার করে পুলিশ। তারপর ওই গাড়িচালক রফিকুল গাজিকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরই সামনে আসে আসল গল্প।

পুলিশ সূত্রে খবর, মিনাখাঁ থানার পুলিশ জানতে পারে বাংলাদেশের কোনও এক এজেন্টের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করে ওই ব্যক্তি কলকাতায় নিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে মিনাখাঁর চৈতলের বাসিন্দা, রফিকুল গাজিকে গ্রেফতার করে মিনাখাঁ থানার পুলিশ। তার কাছে থাকা তিন ধরনের মোট ২৫ টি বিদেশি পাখি উদ্ধার হয়েছে।

গ্রেফতার অভিযুক্ত, উদ্ধার পাখি

উদ্ধার হওয়া এই ২৫টি পাখির বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। উদ্ধার করা ওই পাখিগুলোকে মিনাখাঁ বনদফতরের হাতে তুলে দেয় পুলিশ। পাশাপাশি গ্রেফতার রফিকুল গাজিকে সোমবার বসিরহাট মহাকুমা আদালতে তোলে মিনাখাঁ থানার পুলিশ।

জিয়াউল আলম

Published by:Raima Chakraborty

(Source: news18.com)