বেড়াতে গিয়েও সমানে মেসেজ আসায় বিরক্তি? WhatsApp থেকে ক’দিনের জন্য উধাও হয়ে যান

বেড়াতে গিয়েও সমানে মেসেজ আসায় বিরক্তি? WhatsApp থেকে ক’দিনের জন্য উধাও হয়ে যান

WhatsApp Invisible Mode: বাইরে কোথাও ভ্রমণের সময়ে বা দীর্ঘদিন ধরে WhatsApp-এ ক্রমাগত মেসেজ আসায় যদি বিরক্তি ধরে যায়, তাহলে মেসেজিং অ্যাপটি ডিলিট না করেই তা থেকে মুক্তি পাওয়ার কিছু দুর্দান্ত উপায় নিয়ে আজ আমরা কথা বলব।

অনেক সময়ই আমরা প্রতিদিনের কথোপকথন থেকে খানিকটা মুক্তি নিয়ে নিজস্ব সময় কাটাতে চাই বা কিছু সময়ের জন্য সামাজিক মাধ্যম থেকে বিরতি নিতে চাই। কিন্তু হোয়াটসঅ্যাপের দরকারি মেসেজগুলিও আমাদের প্রয়োজন, তাই হোয়াটসঅ্যাপ ডিলিট না করেই বা সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজগুলিকে আসতে দিয়েও হোয়াটসঅ্যাপ থেকে অদৃশ্য হওয়া যায়।

সে ক্ষেত্রে ব্যবহারকারীদের মোবাইল ডেটা বা Wi-Fi সক্রিয় থাকলে তাঁরা মেসেজ পেতেই থাকবেন। এমনকী অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করে দিলেও বা হোয়াটসঅ্যাপ বন্ধ রাখলেও নতুন মেসেজের জন্য নোটিফিকেশন আসতেই থাকবে। অনেকেই মনে করেন হোয়াটসঅ্যাপের নীল টিকটি বন্ধ করে দিলেই বোধ হয় মেম্বারদের উপেক্ষা করা সহজ। তবে এতে কিন্তু মেসেজ আসা বন্ধ হবে না। এর অর্থ হল এই যে যিনি মেসেজ পাঠাচ্ছেন তিনি আসলে বুঝতে পারবেন না যে ব্যবহারকারী মেসেজগুলি পড়ছেন কি না।

ব্যবহারী যখনই হোয়াটসঅ্যাপ খুলবেন তখনই তাঁকে অন দেখানো হবে। তবে হোয়াটসঅ্যাপে এমন একটি টিপস রয়েছে যাতে কিছু সময়ের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না চাইলে অ্যাপটিকে ডিলিট না করেই ব্যবহারকারী অদৃশ্য হয়ে যেতে পারেন। এর জন্য ব্যবহারকারীকে নিম্নলিখিত প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে। সেটিং পরিবর্তন করে এই পদ্ধতি অবলম্বন করতে মাত্র ১ মিনিটেরও কম সময় লাগে। কীভাবে ?

    • হোয়াটসঅ্যাপ অ্যাপ দীর্ঘক্ষণ প্রেস করে রাখতে হবে এবং App info আইকনে আলতো করে প্রেস করতে হবে।
    • ওপরের দিকে Force Stop বলে একটি অপশন দেখানো হবে। কেবল এটিতে আলতো করে প্রেস করতে হবে।
    • ব্যাকগ্রাউন্ডে হোয়াটসঅ্যাপ অ্যাপ বন্ধ করে দিতে হবে। এটি হয়ে গেলে ব্যবহারকারী আর এই অ্যাপে মেসেজ নোটিফিকেশন পাবেন না।

Published by:Ananya Chakraborty

(Source: news18.com)