হায়দরাবাদ: আদালতের রক্ষাকবচ পেয়ে জেলের বাইরে রয়েছেন নূপুর শর্মা। পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হলেন তেলঙ্গানার (Telangana) বিজেপি (BJP) বিধায়ক টি রাজা সিংহ (T Raja Singh)। স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাবর ফারুকিকে (Munawar Faruqui) আক্রমণ করতে গিয়ে ভিডিও বার্তা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাতে পয়গম্বর মহম্মদদ (Prophet Muhammad) সম্পর্কে তিনি অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে গতকাল থেকে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ চলছিল হায়দরাবাদে।
পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের
সম্প্রতি মুনাবরের একটি অনুষ্ঠান বানচাল করার চেষ্টা চালান টি রাজা। মুনাবর হিন্দি দেব-দেবীদের অপমান করেন বলে অভিযোগ করেন তিনি। এর পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ১০ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন টি রাজা। মুনাবরকে আক্রমণ করতে গিয়ে তাতে তিনি পয়গম্বর মহম্মদ সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। মুনাবর যেমন হিন্দু দেব-দেবীদের নিয়ে কৌতূক করেন, তিনিও পয়গম্বরকে নিয়ে কমেডি ভিডিও বানালেন বলেও টি রাজা দাবি করেন বলে অভিযোগ।
এর পর, সোমবার থেকে উত্তাল হয়ে ওঠে হায়দরাবাদ। টি রাজার মন্তব্যে পয়গম্বরের অবমাননা হয়েছে, ইসলাম ধর্মাবলম্বীরা আহত হয়েছেন বলে দাবি ওঠে। টি রাজাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবি ওঠে সর্বত্র। পুলিশ কমিশনারের দফতরের বাইরে জমায়েত করেন কাতারে কাতারে মানুষ। শহরের মোড়ে মোড়ে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজনকে হেফাজতেও নেয় পুলিশ। বিভিন্ন থানায় তাঁদের আটক করে রাখা হয়।
হায়দরাবাদের দক্ষিণের ডিসিপি পি সাই চৈতন্য জানিয়েছেন, পয়গম্বরকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন টি রাজা। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। টি রাজা গোসামহল এলাকার বাসিন্দা। গত সপ্তাহেই শহরে মুনাবরের অনুষ্ঠান বানচাল করে দেওয়ার চেষ্টা করেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ৫০ জন সমর্থকও ছিলেন। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান নির্বিঘ্নেই সম্পন্ন হয়। টি রাজাকে সেই সময় আটকও করে পুলিশ।
নূপুর শর্মার পর ফের এক বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক
তবে এই প্রথম নয়, বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত টি রাজা। মুনাবরকে অুষ্ঠান করতে দিলে তিনি জামেলা বাধাবেন বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন তিনি। তার পরই ওই ভিডিও প্রকাশ করেন। তাঁর বিরুদ্ধে ২৯৫ (এ) (উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধর্মীয় অবমাননা), ১৫৩ (এ) (ধর্মের নিরিখে সাম্প্রদায়িক শত্রুতায় ইন্ধন জোগানো)-সহ অন্যান্য ধারায় মামলায় দায়ের হয়েছে।