যাদবপুর সিগন্যালে ট্রাফিক সামলাচ্ছেন অপরাজিতা আঢ্য! নতুন ভূমিকায় নায়িকা!

যাদবপুর সিগন্যালে ট্রাফিক সামলাচ্ছেন অপরাজিতা আঢ্য! নতুন ভূমিকায় নায়িকা!

অপরাজিতার কথায়, কলকাতা “পুলিশ কে নিয়ে খুব গর্ব হয়। ওনাদের কাজ, পরিশ্রম, নিষ্ঠা নিয়ে ভালো লাগে। আজ এই প্রোমোশনে এসে বুঝতে পারছি ওনারা কতটা কোওপারেটিভ। অনেকে পুলিশকে খারাপ কথা বলে, তবে এক দুজনের জন্য সবাইকে খারাপ বলা খুব খারাপ। খুব ভাল লাগছে আজ যাদবপুর থানাতে এসে।”