‘‌সিবিআই ফায়দা তুলতে পারছে না, ইডিকে ডাকছে’‌, অনুব্রত নিয়ে বিস্ফোরক সৌগত

‘‌সিবিআই ফায়দা তুলতে পারছে না, ইডিকে ডাকছে’‌, অনুব্রত নিয়ে বিস্ফোরক সৌগত

সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। তারপর অবশ্য বিপাকে পড়ে সুর নরম করেছেন। এমনকী কেন্দ্রীয় সরকারের এই তদন্তকারী সংস্থা আজ পর্যন্ত বহু গুরুত্বপূর্ণ ও সাড়া জাগানো ঘটনার ফয়সালা করতে পারেনি। তাদের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে খোদ বিচারপতিও উষ্মা প্রকাশ করেছেন। এবার সিবিআইয়ের ‘ব্যর্থতার ইতিহাস’ খুঁচিয়ে তুলল তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।

ঠিক কী প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ?‌ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই তল পাচ্ছে না বলেই কি এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) নামানো হচ্ছে? তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায় এই প্রশ্ন তুলেছেন। আর তাঁর দাবি, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কী কী প্রমাণ পেয়েছে সিবিআই, তা তারা জানিয়ে দিক। উল্লেখ্য, অনুব্রত এবং তাঁর দেহরক্ষী সায়গলকে নিজেদের হেফাজতে নিতে নয়াদিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পিটিশন দাখিল করেছে ইডি। আর তার প্রেক্ষিতেই এদিন সোচ্চার হয়েছেন সৌগত রায়।

আর কী জানা যাচ্ছে?‌ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এখন জেল হেফাজতে রয়েছেন তিনি। সিবিআই কি আদৌ কোনও জোরালো তথ্যপ্রমাণ জোগাড় করতে পেরেছে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছে, বছরের পর বছর ধরে তদন্ত যেন না চলে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে কোনও ইতিবাচক অগ্রগতি না দেখতে পেয়ে সিবিআইয়ের সম্পর্কে কার্যত অনাস্থা প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্ত করেছিল সিবিআই। কোনও কিনারাই করতে পারেনি তারা।

ঠিক কী বলেছেন দমদমের সাংসদ?‌ তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেন, ‘‌সিবিআই ফায়দা তুলতে পারছে না বলেই ইডিকে দিয়ে চাপ সৃষ্টির চেষ্টা চলছে। কেন্দ্রীয় এজেন্সিগুলি চলছে বিজেপির অঙ্গুলিহেলনে। সিবিআই কী পেয়েছে, তা এখনও পর্যন্ত কেউ জানে না। অনুব্রতর বিরুদ্ধে কী প্রমাণ ওদের হাতে আছে, সেটা ওরা জানিয়ে দিক।’‌ যদিও গতকালই ফিরহাদ হাকিমকে জেলে ঢোকানোর হুমকি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।