IRCTC-তে শিশুদের জন্য টিকিট বুকিং! ৫ বছরের কম বয়সীদের জন্য টিকিট বুকিংয়ের নিয়ম

IRCTC-তে শিশুদের জন্য টিকিট বুকিং! ৫ বছরের কম বয়সীদের জন্য টিকিট বুকিংয়ের নিয়ম

১-৫ বছরের শিশুরা বিনা টিকিটেই যেতে পারবে

ভারতীয় রেলের তরফে বলা হয়েছে ১-৫ বছর বয়সী যাত্রী অর্থাৎ শিশুদের জন্য কোনও রকমের রিজার্ভেশনের প্রয়োজন নেই। অর্থাৎ তারা বিনা টিকিটেই ট্রেনে ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ পরিবারের অন্য প্রাপ্ত বয়স্কদের বার্থেই তাদের নিয়ে যাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে যদি কোনও রকমের বার্থের প্রয়োজন হয়, তবে প্রাপ্ত বয়স্কদের ভাড়াই দিতে হবে। তবে শিশুদের বিনামূল্যে টিকিটের সুবিধা পেতে গেলে যাত্রীদের ট্রেনে শিশু আসনের বিকল্প নির্বাচন করতে হবে।

যাত্রীদের সুবিধার জন্য

তবে এর মধ্যে ভারতীয় রেলের লখনৌ মেলে এসি থার্ড বগিতে ইনফ্যান্ট বার্থ বিকল্প যুক্ত করা হয়েছে। যা প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে।
এক্ষেত্রে বলে রাখা ভাল যাত্রীদের সুবিধার দিকে লক্ষ্য রেখে বিভিন্ন স্টেশনে আইআরসিটিসি এবং রেলের রিজার্ভেশন বুথে টিকিট বুক করার সময় পাঁচ বছরের কম বয়সীদের আসন দেওয়ার ক্ষেত্রে নয়া ব্যবস্থা চালু করা হয়েছে।

বাচ্চাদের জন্য টিকিট বুকিং নিয়ম

  • ভারতীয় রেলের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, রোনও যাত্রী যগি ৫-১১ বছর বয়সীদের জন্য পুরো বার্থ নেন তাহলে পুরো ভাড়া দিতে হবে।
  • যদি তাঁরা পুরো বার্থ না নেন, তাহলে অর্ধেক ভাড়া দিতে হবে।
  • পাঁচ বছরের কম বয়সী অর্থাৎ ১-৪ বছরের শিশুদের জন্য নাম পূরণ করা গেলেও বার্থ না নেওয়ার ব্যাপারে কোনও বিকল্প রাখা হয়নি।

কী ভাবে শিশুদের টিকিট বুকিং

স্মার্টফোনে আইআরসিটিসির অ্যাপ্লিকেশন ছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে দুরপাল্লার ট্রেনের টিকিট বুক করার ধাপগুলি একনজরে

  • মোবাইলে প্লে স্টোর থেকে আইআরসিটিসি-র অ্যাপ ডাউনলোড করতে হবে। https://www.irctc.co.in/nget/train-search-এই ওয়েবসাইটে যেতে হবে।
  • নতুন ব্যবহারকারীদের জন্য নাম নথিভুক্ত করতে হবে।
  • পুরনো ব্যবহারকারী হলে বর্তমানে থাকা আইডি ও পাসোয়ার্ড কিংবা নতুন তৈরি আইডি-পাসোয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • হোমপেডে ট্রেন টিকেটিং-এর অধীনে প্লান মাই বুকিং-এ ক্লিক করতে হবে।
  • যাত্রীকে তাঁর ভ্রমণের তারিখ, ট্রেন এবং কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যাবেন, তা লিখতে হবে।
  • এরপরে ‘সার্চ ট্রেনে’ ক্লিক করতে হবে।
  • স্ক্রিনে একটি তালিকা আসবে।
  • ট্রেন বেছে নেওয়ার পরে যাত্রীদের নাম সেখানে যুক্ত করতে প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করতে হবে।
  • যেসব তথ্য সেখানে দেওয়া হয়েছে, তা একবার পরীক্ষা করে তা নিশ্চিত করতে রিভিও জার্নি ডিটেলসে ক্লিক করতে হবে।
  • শেষে রিজার্ভেশনের জন্য টাকা দিতে প্রোসিড টু পে-তে ক্লিক করতে হবে।