প্রিয় বন্ধুর গর্ভ ছিঁড়ে সন্তান ‘চুরি’র অপরাধ, শিউরে ওঠার মতো ঘটনা

প্রিয় বন্ধুর গর্ভ ছিঁড়ে সন্তান ‘চুরি’র অপরাধ, শিউরে ওঠার মতো ঘটনা

#ব্রাজিল:  একজন মেয়ের জীবনে সন্তানের আগমন অন্যতম সুখের ঘটনা৷ আর এই সময় প্রিয় বন্ধুরা পাশে থাকলে মন আরও ভাল হয়ে যায়৷ কিন্তু সেই প্রিয় বন্ধুই যদি এই সুখের সময়ে পিছন থেকে ছুরি মারে? তাহলে? প্রিয় বন্ধুই ছুরি মেরেছে৷ পিছন থেকে নয়, একেবারে সামনে থেকে৷

সম্প্রতি এমনই এক মর্মান্তিক খুনের ঘটনা সামনে এসেছে৷ যেখানে এক মহিলা তাঁর গর্ভবতী বন্ধুকে খুন করে তাঁর পেট থেকে শিশুটিকে ছিঁড়ে বের করে ফেলেছেন৷ শিউরে ওঠার মতো এই খুনের ঘটনাটি ২০২০ সালে ব্রাজিলে ঘটেছিল৷

২৪ বছর বয়সী ফ্লাভিয়া গোডিনহো আর ২৭ বছর বয়সী রোজালবা মারিয়া গ্রিম ছিলেন বন্ধু৷ মৃৎশিল্পের কাজ হয় এমন একটি জায়গায় ফ্লাভিয়াকে নৃশংস ভাবে খুন করেছিলেন রোজালবা।

জানা গিয়েছে, প্রথমে ফ্লাভিয়ার মাথায় বেশ কয়েকবার ইট দিয়ে আঘাত করেন রোজালবা৷ এরপর একটি ধারালো ছুরি ব্যবহার করে ফ্ল্যাভিয়ার পেট কেটে বাচ্চাটিকে বের করে ফেলেন৷ প্রবল রক্তক্ষরণের ফলে মারা যান ফ্লাভিয়া৷ ঘটনার সময় তিনি ৩৬ সপ্তাহের গর্ভবতী ছিলেন৷ মারা যাওয়ার পরে বান্ধবীর লাশ একটি ভাটিতে লুকিয়ে রাখেন রোজালবা৷

অপরাধ করার পর রোজালবা তাঁর সঙ্গীর কাছে চলে যান৷ তিনি শিশুটিকে নিজের মনে করে হাসপাতালে নিয়ে যান৷ সেখানে ডাক্তাররা তাঁর আচরণ দেখে সন্দীহান হন। এরপরই চিকিৎসকরা পুলিশে খবর দেন এবং তাঁর সঙ্গী-সহ রোজালবাকে গ্রেফতার করা হয়৷ তবে ২৭ জুলাই, ২০২১ রোজালবার সঙ্গী ছাড়া পেয়ে যান৷

কিন্তু কেন এমন ভয়ঙ্কর কাজ করলেন রোজালবা? অপরাধের কারণটিও মারাত্মক৷ রোজালবার দাবি, তিনি মৃত মহিলার গর্ভ থেকে অনাগত শিশুকে বের করার বিষয়ে গবেষণা করেছিলেন৷

এমনকী তিনি প্রসবের সময় গর্ভাবস্থার লক্ষণগুলি কীভাবে অনুকরণ করতে হয় তাও শিখেছিলেন৷ ১৫ ঘন্টা ধরে বিচার হয়েছিল রোজালবার৷ যেখানে তিনি আদালতকে বর্ণনা দেন এই ভয়ঙ্কর অপরাধ ও সেটির পরিকল্পনা৷

তাঁকে গুরুতর হত্যা, একটি শিশুকে হত্যার চেষ্টা, একটি মৃতদেহ গোপন করা এবং একটি নবজাতকের অধিকার কেড়ে নেওয়ার মতো একাধিক অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল৷

Published by:Ankita Tripathi

(Source: news18.com)