অনুপ চক্রবর্তী, রাজারহাট: শহর কলকাতার বুকে আরও এক চমকে দেওযার মতো ঘটনা৷ বাড়িতে ঢুকে ১০ বছরের শিশুকে যৌননিগ্রহের অভিযোগ প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। রবিবার বিধাননগর কমিশনারেটের ইকো পার্ক থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
অভিযোগ, রাত সাড়ে ন’টানাগাদ নিজের বাড়িতে একাই পড়াশুনো করছিল শিশুটি৷ উপস্থিত ছিলেন না তার মা-ও৷ তখনই প্রতিবেশী বছর ৫৫-র এক ব্যক্তি তার বাড়ি যায়৷ পাড়ার ‘দাদু’, সেই ভেবে দরজাও খুলে দিয়েছিল শিশুটি৷ শিশুর পরিবার ও পুলিশ সূত্রে খবর, আচমকাই শিশুটির যৌননিগ্রহ করার চেষ্টা করে ওই প্রৌঢ়। ভয়ে চিৎকার করে উঠলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। এরপর শিশুটি নিজেই আরও এক প্রতিবেশীর কাছে যায়, তিনিই শিশুর মাকে ফোন করে পুরো বিষয়টি জানায়৷
সোমবার নাবালিকার মা ইকোপার্ক থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ফেলেছে। তবে ছাত্রীর মা জানিয়েছেন, এই ঘটনায় তাঁরা যথেষ্ট আতঙ্কিত। শিশুটিও এখনও ভয়ে সিঁটিয়ে আছে। প্রতিবেশী ‘দাদু’ হিসাবেই চিনত যাকে, সে কী করে এমন নিকৃষ্ট কাজ করতে পারল তা ভেবে পাচ্ছে না শিশুটির পরিবার৷ ধৃত ব্যক্তির কঠিন শাস্তির দাবি করেছেন তাঁরা।