মুন্নাভাই এমবিবিএস-এ চঞ্চল? বলিউডে পা রাখবেন বাংলাদেশের অভিনেতা, জল্পনা তুঙ্গে

মুন্নাভাই এমবিবিএস-এ চঞ্চল? বলিউডে পা রাখবেন বাংলাদেশের অভিনেতা, জল্পনা তুঙ্গে

#ঢাকা: ”আমাদের গোটা উপমহাদেশের গর্ব,” সদ্যই কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয়ের প্রশংসা করেছেন। তাতে আপ্লুত অভিনেতা কৃতজ্ঞতা জানিয়েছেন সৃজিতকে। তার পরেই আরও বড় খবর চঞ্চলকে নিয়ে। বাংলাদেশ থেকে সোজা পাড়ি দেবেন ভারতের বাণিজ্যনগরীতে। খবর বলছে, বলিউডে পা রাখতে চলেছেন ‘কারাগার’-এর নায়ক।

সূত্রের খবর, বলিউডের জনপ্রিয় ফ্র্যানচাইজ ‘মুন্নাভাই এমবিবিএস ৩’-এ দেখা যেতে পারে তাঁকে।

তবে এই খবর ছড়িয়ে পড়া মাত্র উল্লসিত হয়ে উঠেছেন চঞ্চল-ভক্তরা। তার পরেই অভিনেতা বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ খবর সত্য নয়। গুজব মাত্র। অভিনেতা বলেন, ”আমাদের ‘হাওয়া’ ছবিটি নিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে মিটিং শেষ করে বেরোনোর জানতে পারি যে আমি নাকি ‘মুন্না ভাই ৩’-এ কাজ করছি, যা মোটেও সত্য নয়।”

‘ডিজনি-হটস্টার’ প্ল্যাটফর্মের চিফ অপারেশন অফিসার হুজেফা কাপাডিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”চঞ্চল ভাই, আপনি একজন সত্যিকারের শিল্পী যার অভিনয় দক্ষতা দিয়ে যে কাউকে সম্মোহন করতে পারেন। খুব তাড়াতাড়ি আমাদের কাস্টিং টেবিলে আপনাকে চাই। আমরা যেন আপনার জন্য বড় কিছু পরিকল্পনা করতে পারি। আর মুন্নাভাই আপনাকে খুঁজছেন।’ কাপাডিয়ার এই টুইটেই মানুষের কাছে ওই ইঙ্গিত গিয়েছে।

শোনা গিয়েছে ‘ডিজনি-হটস্টার’ বাংলাদেশে নিজেদের ব্যবসা নিয়ে আসতে চায়। তার জন্য খুব তাড়াতাড়ি সে দেশে পা রাখবে প্ল্যাটফর্মের কর্ণধারেরা। আর সে নিয়ে কথা বলতে গিয়ে চঞ্চল বলেন, ”আমাদের মধ্যে বাণিজ্যিক কথোপকথন হয়েছে। কোনও একটি কাজ তৈরি হতে পারে এখানে। যা হয়তো পরিচালনা করবেন রাজকুমার হিরানি। বাংলাদেশের সঙ্গে যৌথ ভাবে প্রযোজনা করা হবে, তাই এ দেশের শিল্পীদের সঙ্গে হাত মেলানো হবে।”

যদিও অ্যামাজন প্রাইমের সঙ্গে কথা চলছে চঞ্চলের। ওয়েব সিরিজ ‘পাতাল লোক ২’-তে তাঁকে খলনায়ক হিসেবে দেখা যাবে।

Published by:Teesta Barman

(Source: news18.com)