মুন্নাভাই এমবিবিএস-এ চঞ্চল? বলিউডে পা রাখবেন বাংলাদেশের অভিনেতা, জল্পনা তুঙ্গে
#ঢাকা: ”আমাদের গোটা উপমহাদেশের গর্ব,” সদ্যই কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয়ের প্রশংসা করেছেন। তাতে আপ্লুত অভিনেতা কৃতজ্ঞতা জানিয়েছেন সৃজিতকে। তার পরেই আরও বড় খবর চঞ্চলকে নিয়ে। বাংলাদেশ থেকে সোজা পাড়ি দেবেন ভারতের বাণিজ্যনগরীতে। খবর বলছে, বলিউডে পা রাখতে চলেছেন ‘কারাগার’-এর নায়ক। সূত্রের খবর, বলিউডের জনপ্রিয় ফ্র্যানচাইজ ‘মুন্নাভাই এমবিবিএস ৩’-এ দেখা যেতে পারে তাঁকে। তবে এই খবর ছড়িয়ে পড়া মাত্র উল্লসিত হয়ে উঠেছেন চঞ্চল-ভক্তরা। তার পরেই অভিনেতা বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ খবর সত্য নয়। গুজব…