#কলকাতা: একী অবস্থা ঐশ্বর্য রায়ের! একে তিনি বলিউডের জনপ্রিয় নায়িকা। তাতে বিগ-বির পুত্রবধূ। সোনার চামচ তাঁর মুখে। নিজের যোগ্যতাতেই বলিউডে জায়গা করে নিয়েছেন মিস ওয়ার্ল্ড। কিন্তু শেষে কিনা রাজমিস্ত্রির কাজ করছেন তিনি? এই ছবি দেখে তো তেমনটাই মনে হচ্ছে? কী হল তবে?
খোঁজ নিয়ে দেখা গেল বিষয়টা অতটাও সহজ নয়। ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি আসলে ঐশ্বর্য নন। তাঁর হামশকল। মানে হুবহু তাঁর মতোই দেখতে। নাম কবিতা বিশ্বাস। বলা হয় গোটা বিশ্বে একরকম দেখতে কম করে সাতজন থাকেন। কবিতাও তেমন একজন যাকে দেখতে হুবহু অ্যাশের মতো হলেও ভাগ্য কিন্তু তেমন নয়। খুব গরীব ঘরের মেয়ে। সারাদিন নানা কাজ করেই দিন কাটে তাঁর। অন্যদিকে অ্যাশ সাফল্যের চুড়ায় বসে। একেই বলে ভাগ্যের খেলা।
কবিতা বুঝতে পারেন তাঁকে অ্যাশের মতো দেখতে। এর পর তিনি ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খোলেন। সেখানে নিজের রোজকার জীবনের কথা তুলে ধরেন। সেই সঙ্গে বলিউডের সিনেমার গান ও সংলাপের সঙ্গে অভিনয় ও নাচ করেন। এই সব ভিডিও প্রথম দিকে একেবারেই চলত না। কিন্তু রিল ভিডিওর দৌলতে আজ কবিতাও বিখ্যাত। অ্যাশের ডুপ্লিকেট হিসেবেই তিনি পরিচিত। তাঁর প্রতিটি ভিডিওতে কয়েক লক্ষ লাইক ও শেয়ার। প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। চিনে নিন কবিতাকে! রইল ভিডিও!