রাজমিস্ত্রির কাজ করছেন ঐশ্বর্য রাই বচ্চন? না সিনেমা নয়, বাস্তব! ভাইরাল ভিডিও
#কলকাতা: একী অবস্থা ঐশ্বর্য রায়ের! একে তিনি বলিউডের জনপ্রিয় নায়িকা। তাতে বিগ-বির পুত্রবধূ। সোনার চামচ তাঁর মুখে। নিজের যোগ্যতাতেই বলিউডে জায়গা করে নিয়েছেন মিস ওয়ার্ল্ড। কিন্তু শেষে কিনা রাজমিস্ত্রির কাজ করছেন তিনি? এই ছবি দেখে তো তেমনটাই মনে হচ্ছে? কী হল তবে? খোঁজ নিয়ে দেখা গেল বিষয়টা অতটাও সহজ নয়। ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি আসলে ঐশ্বর্য নন। তাঁর হামশকল। মানে হুবহু তাঁর মতোই দেখতে। নাম কবিতা বিশ্বাস। বলা হয় গোটা বিশ্বে একরকম দেখতে কম করে সাতজন থাকেন। কবিতাও…