#ঢাকা: সদ্যই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’র টিজার। অমর ভূষণের উপন্যাস ‘এসকেপ টু নোহোয়্যার’ অবলম্বনে বানানো এই ছবি। অভিনয়ে আলি ফজল, টাব্বু, আশিস বিদ্যার্থী, ওয়ামিকা গাব্বি। তাঁদেরই সঙ্গে দেখা গেল বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনকেও।
গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই চরিত্রটি প্রথমে বিদ্যা সিনহা মিম, তার পর মেহজবীন চৌধুরীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চিত্রনাট্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে ভাবে দেখানো হয়েছে, তা নিয়ে সমস্যা হয় দুই অভিনেত্রীরই। তার পরেই বাঁধনরে প্রস্তাব দেওয়া হয় এই চরিত্রের জন্য। বাঁধন অভিনয়ে রাজি হন।
এক সাক্ষাৎকারে মেহজবীন বলেন, ”বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এ ধরনের কোনও গল্পে নিজেকে জড়াতে চাইনি।” অন্য দিকে মিম বলেন, “চরিত্রটি পছন্দ হওয়া সত্ত্বেও আমি পুরো গল্পটি পড়ে ছবিতে অভিনয় করতে রাজি হইনি। কারণ ছবিটিতে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।”
বাঁধনকে এর আগে কলকাতার বাঙালিরা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-তে অভিনয় করতে দেখেছেন। তা ছাড়া বাংলাদেশে ‘রেহানা মরিয়ম নূর’, ‘নিঝুম অরণ্যে’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। এ বার একেবারে বলিউডে পা বাংলাদেশের অভিনেত্রীর।