প্রস্তাবে ‘না’ মিম-মেহজবীনের, বিশালের ছবিতে টাব্বু, ফজলের সঙ্গে বাংলাদেশের বাঁধন
#ঢাকা: সদ্যই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’র টিজার। অমর ভূষণের উপন্যাস ‘এসকেপ টু নোহোয়্যার’ অবলম্বনে বানানো এই ছবি। অভিনয়ে আলি ফজল, টাব্বু, আশিস বিদ্যার্থী, ওয়ামিকা গাব্বি। তাঁদেরই সঙ্গে দেখা গেল বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনকেও। গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই চরিত্রটি প্রথমে বিদ্যা সিনহা মিম, তার পর মেহজবীন চৌধুরীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চিত্রনাট্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে ভাবে দেখানো হয়েছে, তা নিয়ে…