পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের জের, কেরিয়ার সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছলেন হার্দিক

পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের জের, কেরিয়ার সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছলেন হার্দিক

দুবাই: চোটের জন্য প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন। তবে চোট সারিয়ে মাঠে প্রত্যাবর্তন ঘটানোর পর থেকেই দারুণ ছন্দে রয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। কী ব্যাটিং, কী বোলিং, ভারতীয় তারকা অলরাউন্ডার সব বিভাগেই ফুল ফুটাচ্ছেন হার্দিক। এই দুরন্ত ফর্মের সুফল হাতে নাতে পেয়েও গেলেন তিনি। আইসিসির সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে (ICC Rankings) কেরিয়ার সেরা স্থানে উঠে এলেন ভারতীয় তারকা।

কেরিয়ার সেরা

চলতি এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম করেছিলেন হার্দিক। প্রথমে বল হাতে তিন উইকেট নেওয়ার পর, ব্যাট হাতে অপরাজিত ৩৩ রান করেন তিনি। মুশকিল পরিস্থিতি থেকে শেষ পর্যন্ত টিকে থেকে হার্দিকই ভারতকে জয় এনে দেন। এর জেরে আট ধাপ এগিয়ে এসে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর স্থান দখল করলেন হার্দিক। এটিই ভারতীয় অলরাউন্ডেরর কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং। হার্দিকের সাম্প্রতিক পারফরম্যান্স আবারও প্রমাণ করে দেয় তিনি ভারতীয় দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ।

শান্ত হার্দিক

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার মতে হার্দিক বর্তমানে জানেন ঠিক কোন সময়ে ওঁর কী করা উচিত এবং সেইমতোই ওঁর খেলাকেও সাজিয়ে নিয়েছে। পাক ম্যাচের পরে রোহিত বলেন, ‘ও ওর প্রত্যাবর্তনের পর থেকেই দুরন্ত খেলছে। ও দলের বাইরে থাকার সময়ই ফিট হওয়ার জন্য যা যা করণীয় সবটা করেছে এবং এখন তো বল হাতে নিয়মিত ১৪০ কিমিতে বল করছে। ওর ব্যাটিং দক্ষতা তো সকলেই জানে। মাঠে ফেরার পর থেকে ওকে অনেক শান্ত দেখাচ্ছে এবং নিজের খেলার প্রতি আত্মবিশ্বাসও সাফ চোখে পড়ছে। ওর জন্য ওর নিজের খেলাটা বোঝার প্রয়োজন ছিল এবং সেটা ও এখন করছে। চাপের মুখে ১০ রান প্রতি ওভার যখন দরকার, তখন যে কেউ বিচলিত হতে পারে, তবে ওর খেলায় তার লেশমাত্র দেখা যায়নি।’

চলতি এশিয়া কাপে আফগানিস্তানের তারকাদের দুরন্ত পারফরম্যান্সও কিন্তু বৃথা যায়নি। বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে রশিদ খান বর্তমানে তিন নম্বর টি-টোয়েন্টি বোলার। তবে রশিদের ৭০৮ রেটিং পয়েন্ট এক নম্বরে থাকা জস হ্যাজেলউডের ৭৯২ পয়েন্টের থেকে অনেকটাই কম। রশিদের স্বদেশীয় মুজিব উর রহমানও ব়্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে বর্তমানে নয় নম্বরে রয়েছেন। ব্যাটারদের তালিকায় হাজরতউল্লাহ জাজাই তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে রয়েছেন। ব্যাটারদের তালিকায় প্রথম দশে এমনি কোনও নতুন মুখের অনুপ্রবেশ না ঘটলেও, সূর্যকুমার যাদবকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মহম্মদ রিজওয়ান। একে বাবরের দাপটই অব্যাহত।

(Source: abplive.com)