এবার কি দূর হবে সার্ভিক্যাল ক্যানসারের ভয়? আজই আসছে ভারতের টিকা

এবার কি দূর হবে সার্ভিক্যাল ক্যানসারের ভয়? আজই আসছে ভারতের টিকা

নয়াদিল্লি: অপেক্ষা শেষ। সব ঠিক থাকলে আজ, পয়লা সেপ্টেম্বরেই লঞ্চ হতে চলেছে প্রথম ভারতে তৈরি সার্ভিক্যাল ক্যানসারের টিকা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনই খবর। কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাসের (quadrivalent human papillomavirus) এই টিকা তৈরি করেছে সেরাম ইন্সিটিটিউট অফ ইন্ডিয়া (serum institute of India)।  সেরাম ইন্সিটিটিউট এবং ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি যৌথ ভাবে এই টিকা লঞ্চ করবে। বৃহস্পতিবার এই টিকা লঞ্চ করবেন বিজ্ঞান ও প্রযুক্তি-র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন) জিতেন্দ্র সিং।

NTAGI-এর চেয়ারপার্সনের বার্তা:
ভারতে তৈরি এই ভ্যাকসিন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোভিড ওয়ার্কিং গ্রুপ, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমুনাইজেশন বা- NTAGI-এর চেয়ারপার্সন ড. এন কে অরোরা (N K Arora)। তিনি বলেছেন, ‘আমরা খুব খুশি যে এবার আমাদের মেয়ে ও নাতনিরা এবার এই টিকা নিতে পারবে।’ তিনি আরও বলেন, ‘এবার ভারতেই তৈরি হবে এই টিকা। আমরা আশা করব ৯ থেকে ১৪ বছরের মেয়েদের জন্য জাতীয় টিকাকরণ কর্মসূচিতে এটি অন্তর্ভুক্ত হবে।’ মহিলাদের মধ্যে যে ধরনের ক্যানসার দেখা যায়। তার মধ্যে অন্যতম প্রাণঘাতী হল সার্ভিক্যাল ক্যানসার (Cervical Cancer)। একটি বিশেষ ধরনের ভাইরাস থেকে এটি হয়ে থাকে। এই টিকা সেই ঝুঁকি থেকেই প্রতিহত করবে। কম বয়সেই এই টিকা দিলে ভবিষ্যতে ক্যানসার ঠেকানো যাবে বলে জানিয়েছেন এন কে অরোরা। এর আগে বাজারে টিকাটি আনার জন্য এই বছরেই ৮ জুন সেরাম ইন্সিটিউটের তরফে ডিজিসিআই-এর কাছে আবেদন করা হয়। এএনআই সূত্রের খবর, এই টিকার ফেজ  ২ ও ৩ শেষ করা হয়েছে।

কতটা গুরুত্বপূর্ণ:
সার্ভিক্যাল ক্যানসার ঠেকানোর জন্য গুরুত্বপূর্ণ তো বটেই। আর একটি গুরুত্ব রয়েছে এর। বিশ্বের বাজারে এই টিকা অত্যন্ত কম। এখন থেকে ভারতেই টিকা তৈরি হওয়ায় পর্যাপ্ত জোগান মিলবে। ভারতে সার্ভিক্যাল ক্যানসার বা জরায়ুমুখের ক্যানসারে আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট। বলা হয়ে থাকে, ভারতে মহিলাদের মধ্যে ক্যানসার সংক্রমণের ক্ষেত্রে দ্বিতীয় স্থানেই রয়েছে এই ক্যানসার। ফলে ভারতেই তৈরি হওয়া এই টিকা বাজারে এলে, অনেকর বেশি সংখ্যক নাগরিক এই টিকা নিতে পারবে। বিদেশের উপর নির্ভরশীলতাও অনেকটাই কমবে। এখন বাজারে যে টিকা পাওয়া যায়, তার দাম অনেক বেশি। অধিকাংশ সাধারণ নাগরিকের পক্ষেই তা কষ্টসাধ্য।

(Source: abplive.com)