ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর ইসলামপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলা জেলা ছাত্রদলের নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিমকে পুলিশের গুলিতে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়ন (দক্ষিণ) শাখা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি সরকার আলী মেম্বারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব।
এতে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান মাসুদ, মেহেদি, হাসানসহ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ বিভিন্ন স্তরে নেতাকর্মী।
সান নিউজ/কেএমএল