Sarkari Naukri 2022: ক্লাস ১০ উত্তীর্ণদের জন্যে হাইকোর্টে গ্রুপ ডি’তে চাকরি, বেতন ৬০ হাজার

Sarkari Naukri 2022: ক্লাস ১০ উত্তীর্ণদের জন্যে হাইকোর্টে গ্রুপ ডি’তে চাকরি, বেতন ৬০ হাজার

১৭ অগাস্ট থেকে শুরু হয়েছিল।

গ্রুপ ডি পদের জন্যে কর্নাটক হাইকোর্টে এই নিয়োগ গত ১৭ অগাস্ট থেকে শুরু হয়েছিল। আর তা চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে এই সময়সীমার মধ্যেই (Karnataka High Court Recruitment 2022) আবেদন করতে হবে আবেদনকারীকে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তা করতে (High Court Recruitment 2022) এই লিঙ্কে karnatakajudiciary.kar.nic.in – ক্লিক করতে হবে বলে জানানো হয়েছে।

১৫০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

১৫০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ

তবে এই শূন্যপদে আবেদনের জন্যে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে হাইকোর্টের ওয়েবসাইটের বিস্তারিত ভাবে বলা হয়েছে। মোট ১৫০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। যোগ্যতা, বয়সসীমা এবং বেতন সহ নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য নীচে দেওয়া হল।

 কারা এই পদে আবেদন করতে পারবেন

কারা এই পদে আবেদন করতে পারবেন

এই বিষয়ে কর্নাটক হাইকোর্টের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে নুন্যতম ক্লাস ১০ পাশ করলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। মান্যতা প্রাপ্ত যে কোনও বোর্ড থেকেই আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

আবেদনকারীর বয়সসীমা-

আবেদনকারীর বয়সসীমা-

এই পদের জন্যে আবেদন করতে সর্বনিম্ন ১৮ বছর থেকে আবেদন করা যাবে। সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। পদে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পাওয়ার পর ₹19900 থেকে ₹63200 পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে এই পদের জন্যে আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালো ভাবয়ে পড়তে হলে এই https://recruitmenthck.kar.nic.in/hck/grp/home.php – লিঙ্কে ক্লিক করতে হবে। বিস্তারিত পড়েই এই এই সংক্রান্ত আরবেদন করতে হবে।

বাড়ছে সুযোগ

বাড়ছে সুযোগ

করোনা পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হচ্ছে। আর এরপরেই নতুন করে চাকরি বাজার খুলছে। সরকারি এবং বেসরকারী ক্ষেত্রে চাকরির সুযোগ বাড়ছে। ফলে দেরি না করে আবেদন করুন এখন। বলে রাখা প্রয়োজন, করোনার কারণে দু বছর নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু আটকে যায়। সরকারি ক্ষেত্র তো বটেই, বেসরকাঋ ক্ষেত্রেও আটকে যায় কর্মসংস্থান।