শিক্ষক দিবসে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর! মডেল স্কুল নিয়ে ট্যুইটে যা বললেন মোদি.

শিক্ষক দিবসে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রীর! মডেল স্কুল নিয়ে ট্যুইটে যা বললেন মোদি.

#নয়াদিল্লি: শিক্ষক দিবস উপলক্ষ্যে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ এদিন ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, আজ শিক্ষকদিবসে আমি একটি নতুন উদ্যোগের কথা ঘোষণা করতে পেরে আনন্দিত৷ প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া যোজনার অধীনে ভারতজুড়ে ১৪,৫০০টি স্কুলের উন্নয়নের সিদ্ধান্ত। এগুলি মডেল স্কুলে পরিণত হবে।

অন্যদিকে শিক্ষক-শিক্ষিকাদের শুভেচ্ছাও জানালেন প্রধানমন্ত্রী। একটি ভিডিও বার্তা দিয়ে এদিন ট্যুইট করেছেন মোদি। তিনি বলেছেন, ‘মা আমাদের জন্ম দেন, কিন্তু শিক্ষক আমাদের জীবনদান করেন।’ একই সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তীতেও শ্রদ্ধা জানান মোদি।

মোদি আরও বলেছেন, ‘আমরা ভাল শিক্ষক পেলে, ভাল বৈজ্ঞানিক পেলে, ভাল ডাক্তার পেলে, মনে রাখতে হবে তাঁদের পিছনে ভাল শিক্ষক ছিলেন।’ সারা দেশজুড়ে শিক্ষক দিবস উপলক্ষে সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে ৫ অক্টোবর শিক্ষক দিবস পালন হয়, কিন্তু ভারতে রাধাকৃষ্ণণের জন্মদিনেই শিক্ষক দিবস পালন হয়।

Published by:Rachana Majumder

(Source: news18.com)