নজরকাড়া বাজেটে 5D তে তৈরি হবে ‘মহাভারত’!

নজরকাড়া বাজেটে 5D তে তৈরি হবে ‘মহাভারত’!

News

lekhaka-Mohona biswas

১৯৬৫ সালে, ভারতীয় মহাকাব্য মহাভারতের উপর একটি সিনেমা তৈরি করেছিলেন প্রযোজক এজি নাদিয়াদওয়ালা। যার নাম ছিল ‘মহাভারত’। কয়েক দশক পর, তাঁর ছেলে প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা ফিল্ম টেকনোলজির দিক থেকে সর্বশেষ 2.0 সংস্করণ তৈরির পরিকল্পনা করেছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ফিরোজ নাদিয়াদওয়ালা ইতিমধ্যেই মহাভারতের কাজ শুরু করে দিয়েছেন।

পাঁচ বছর ধরে মহাভারতের চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। ফিল্মের স্কেল অনুযায়ী প্রি-প্রোডাকশনে কয়েক বছর সময় লাগবে। তাঁরা ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে চিত্রগ্রহণ শুরু করার পরিকল্পনা করেছেন। এই সিনেমাটি ‘ব্রহ্মাস্ত্র’, ‘রাধে শ্যাম’-এর মতো হিন্দির পাশাপাশি অন্যান্য ভারতীয় ভাষাতেও মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

মাত্র তিন ঘণ্টায় মহাভারতের মহাকাব্য বলে দেবে ছবিটি। জানা গিয়েছে এই সিনেমার বিভিন্ন চরিত্রে অক্ষয় কুমার, অজয় ​​দেবগন, রণবীর সিং, নানা পাটেকর, অনিল কাপুর, পরেশ রাওয়ালকে ভেবেছেন প্রযোজক। ফিরোজ নাদিয়াদওয়ালা এর আগে এই তারকাদের সঙ্গে কাজ করেছেন।মহাভারতের বিভিন্ন চরিত্রে বেশ কয়েকজন অভিনেত্রীকেও ভেবে রেখেছেন প্রযোজক। দক্ষিণী সিনেমার প্রথম সারির কয়েকজন তারকাও এই ছবির অংশ হতে পারেন বলে জানা গিয়েছে।

চমকের এখানেই শেষ নয়। ৭০০ কোটির বাজেটে তৈরি হচ্ছে এই সিনেমা। যা বলিউডের ইতিহাসে এই প্রথম। এরকম ব্যয়বহুল সিনেমা বলিউডে এর আগে কখনো হয়নি। ফলে এটিই হতে যাচ্ছে ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ হবে নিউইয়র্কে।

দু’বার অস্কারজয়ী সঙ্গীত প্রযোজক হ্যানস জিমার সেই দায়িত্বটি পালন করবেন। ভিএফএক্সের কাজও করবে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান।সিনেমাটিতে নতুন প্রযুক্তি ব্যবহার করবেন ফিরোজ নাদিয়াদওয়ালা। তিনি ‘রাম শাস্ত্র’, ‘কার্তুস’ এবং ‘আওয়ারা পাগল দিওয়ানা’তেও এটি করেছেন। তিনি এর জন্য ‘চার্লিস অ্যাঞ্জেলস’ এবং ‘ম্যাট্রিক্স’-এর মতো সিনেমা থেকে অ্যাকশন কোরিওগ্রাফারদেরও ভারতে নিয়ে এসেছেন।

সূত্র মারফৎ জানা যায়, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার মহাভারত 5D তে শ্যুট করা প্রথম ভারতীয় ছবি হবে। এটি অভিনব এবং উত্তেজনাপূর্ণ একটি সিনেমা হতে চলেছে। সিনেমাটিতে চমকের শেষ নেই। আশা করা হচ্ছে যে, শুধু ভারতে নয়, সারা বিশ্বের বক্সঅফিস কাঁপাবে এই সিনেমা।