‘আমার মতোই হয়েছে’! ছেলে আরিয়ানের ছবিতে লিখলেন মুগ্ধ শাহরুখ

‘আমার মতোই হয়েছে’! ছেলে আরিয়ানের ছবিতে লিখলেন মুগ্ধ শাহরুখ

মুম্বই : ছেলের গর্বে গর্বিত শাহরুখ খান ৷ বড় ছেলে আরিয়ানের মধ্যে নিজের ছায়া দেখতে পেয়ে সামাজিক মাধ্যমে লিখেই ফেললেন ‘‘আমার মতো হয়েছে৷’’ সঙ্গে শেয়ার করলেন ছেলের ছবির মতো একই ভঙ্গিমায় তাঁর নিজের ছবিও ৷ সিনিয়র ও জুনিয়র খানের ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷

সম্প্রতি জীবনের প্রথম ব্র্যান্ড ক্যাম্পেইন করলেন শাহরুখতনয় আরিয়ান ৷ মঙ্গলবার সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন ফোটোশুটের ছবি ৷ তিনি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া পান বাবা মায়ের কাছ থেকে ৷

ছেলেকে দেখে গৌরী তো অভিভূত ৷ শাহরুখ আবার ভাবছেন আরিয়ানের পরনের টি শার্ট আসলে তাঁর ৷ বাদশাহর স্বভাবসিদ্ধ রসিকতার সঙ্গে মিশে আছে প্রচ্ছন্ন গর্বও ৷

বাঁ হাতের উপর শরীরের ভার পুরো রেখে আরিয়ানের প্রায়-উড়ন্ত ছবি দেখে ভালবাসা জানিয়েছেন গৌরী ৷ একই ছবিতে শাহরুখ লিখেছেন ‘‘দেখতে সত্যি দারুণ লাগছে ৷ এবং যেমন বলা হয় বাবার মধ্যে যা কিছু সুপ্ত তার সবই মুখর হয়ে ওঠে ছেলের মধ্যে ৷ তবে যাই হোক, ধূসর টি শার্টটা কিন্তু আমার৷’’ স্ত্রী গৌরীর ট্যুইট শেয়ার করে শাহরুখ একই ভঙ্গিমায় তাঁর নিজেরও ছবি শেয়ার করেন ৷ সঙ্গে লেখেন ‘‘আমার মতোই হয়েছে৷’’

শুধুমাত্র বাবা মায়ের থেকেই নয় ৷ আরিয়ান বাহবা পেয়েছেন বলিউডের মহীপ কপূর, সঞ্জয় কপূর, সীমা সজদেহ এবং পূজা দাদলানির কাছ থেকেও ৷ শুধু ছেলের গুণে মুগ্ধ হওয়াই নয় ৷ শাহরুখ ব্যস্ত রয়েছেন তাঁর কাজ নিয়েও ৷ সম্প্রতি আলিয়া ভাটের সঙ্গে তিনি সহ-প্রযোজনা করেন ‘ডার্লিংস’৷ তাঁর অনুরাগীরা এখন অপেক্ষা করছেন কিং খানের আসন্ন ছবি ‘পঠান’-এর জন্য ৷

Published by:Arpita Roy Chowdhury

(Source: news18.com)