নেপালকে ৪-০ গোলে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন ভারতের জুনিয়ররা

নেপালকে ৪-০ গোলে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন ভারতের জুনিয়ররা

নয়াদিল্লি: নেপালকে ৪-০ গোলে চুরমার করে অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়ন হল ভারতের ছোটরা। ফাইনালে প্রতিবেশী দেশ নেপালকে কার্যত দাঁড়াতেই দেয়নি ভারত। নেপালকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব ১৭ সাফ কাপে চ্যাম্পিয়ন হল ভারত।

সাফ (SAFF) চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে দেশের ছোটরা। চারটি গোল করে ববি সিংহ, কোরোউ সিংহ, ভানলালপেকা গুইতে এবং আমন। গ্রুপ লিগে এই নেপালের কাছে ভারত ৩-১ গোলে হেরেছিল। ফাইনালে তারই বদলা ববি, আমনদের। কলম্বোর রেস কোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে ১০ জনের নেপালকে রীতিমতো নাস্তানাবুদ করেছে ভারতীয় ফুটবলের (Indian Football) ভবিষ্যৎ প্রজন্ম।

শুরু থেকে দু-দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। তবে ভারতীয় ফুটবলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে খুব বেশি সময় নেয়নি। ম্যাচের ১৮ মিনিটে ভারতকে এগিয়ে দেয় ববি সিংহ। রিকি মিতেইয়ের পাস ভানলালপেকা গুইতের দিকে বাড়ায়। ভানলালপেকা বল বাড়িয়ে দেয় আনমার্কড ববি সিংহের দিকে। ভারতকে ১-০ এগিয়ে দিতে ভুল করেনি ববি।

ভানলালপেকা গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করেছে। কোরোউয়ের গোলের পাস বাড়ায় সেই। ভারত ২-০ এগিয়ে যাওয়ার পরই বাড়তি তাগিদ দেখা যায় নেপালের মধ্যে। আক্রমণের ধার বাড়ায় তারা। যদিও সেই আক্রমণ ভারতের মাঝমাঠেই আটকে যায়। বাড়তি তাগিদের চেষ্টায় বিপদ বাড়ে। নেপাল অধিনায়ক প্রশান্ত লক্ষম ভারতের ড্য়ানি লাইশারামকে ইচ্ছাকৃত কনুই মেরে লাল কার্ড দেখে। মাত্র ৩৯ মিনিটে ১০ জনে খেলতে বাধ্য হয় নেপাল। ২-০ গোলে এগিয়ে থাকা ভারতের কাজ আরও সহজ হয়। শেষ অবধি ৪-০ ব্যবধানে জয় আসে।

ছোটদের বড় জয়ে উচ্ছ্বসিত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি কল্যাণ চৌবে। শুভেচ্ছা জানিয়ে তিনি ট্যুইট করেছেন, ‘ছেলেদের জন্য গর্বিত। ইয়ুথ ডেভেলপমেন্টের দিকে আমাদের বাড়তি নজর রয়েছে। এই জয় আমাদের বিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। আমি নিশ্চিত, এরকম বহু জয় আসবে’। এআইএফএফ সচিব শাজি প্রভাকরণ লিখেছেন, ‘ছেলেরা দুর্দান্ত লড়াই করেছে। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ভালো দিকেই এগোচ্ছে’।