রেলের নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরির মন্দা বাজারে সুখবর শুিনয়েছিল রেল। মোদীর ঘোষণা মত রেল বিপুল নিেয়াগ শুরু হয়েছে। রেলর গানম্যা পদে িনয়োগ করা হবে। ১,০৩,৭৬৯ পদে নিয়োগ করা হবে। তার মধ্যে গানম্যান যেমন রয়েছে তেমন রয়েছে ট্র্যাক মেন্টেনার, হেল্পার,অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান। করোনা মহামারীর পর থেকে রেলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বেশ কিছু ক্ষেত্রে বেসরকারিকরণও করা হয়েছে। তাই নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। এরই মাঝে আবার রেলে বিপুল িনয়োগের কথা ঘোষণা করে মোদী সরকার।
জমা পড়েছে কয়েক লক্ষ আবেদন
রেলের এই নিয়োগের বিজ্ঞপ্তিতে ১,০৩,৭৬৯ পদে িনয়োগের জন্য ৬৫ লক্ষ আবেদন জমা পড়েছে। এই বিপুল পরিমানে আবেদন জমার মধ্যেই স্পষ্ট যে চাকরির অবস্থা কতটা খারাপ দেশে। বিপুল পরিমান যুবক যেচাকরি পাচ্ছে না। রেলের নিয়োগ বিজ্ঞপ্তির পর এই আবেদন পত্রের সংখ্যাই তা প্রমাণ করে দিচ্ছে। তার থেকেই অবাক করার মত বিষয় উচ্চ শিক্ষিতরাও এই কাজের জন্য আবেদন জানিয়েছেন। বিশেষ করে ইঞ্জিনিয়ার আবেদনকারীদের সংখ্যা বিপুল।
৬লক্ষ বিটেক ইঞ্জিয়ার আবেদনকারী
রেলের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রায় ৬ লক্ষ বিটেক ইঞ্জিনিয়ার গানম্যান পদের জন্য আবেদন করেছেন। অথচ এই পদে আবেদনকারীর যোগ্যতা দশম শ্রেণি পর্যন্ত পাস হলেই হবে। রেলের গানম্যানের ফার্স্ট লেভেল পদের জন্য ৫৯,১০,২৫৫ জন বিটেক ইঞ্জিনিয়ার আবেদন করেছেন। এরা কেউ কেউ আবার আইআইটি পাস। ৭,১৯,৫৫৬ জন পোস্ট গ্র্যাজুয়েট এবং ৩৯,২৫,৮২২ জন গ্র্যাজুয়েট বা স্নাতক পাস করেছেন। ৫,৯৮,৮৫৫ জন আইআইটি ডিপ্লোমা গ্র্যাজুটে আবেদন করেছেন এই পদের জন্য। ১.১ কোটি চাকরি প্রার্থী প্রথম লেভেলের পরীক্ষায় বসেছিলেন।
কর্মসংস্থানের দাবিতে সরব বিরোধীরা
মোদী সরকারের ৮ বছরের শাসনকালে দেশের কর্মসংস্থান তলািনতে এসে ঠেকেছে। এই নিয়ে পথে নেমেেছ বিরোধীরা। কংগ্রেস ইতিমধ্যেই কন্যাকুমারীকা থেকে ভারত জোড়ো কর্মসূচিশুরু করেছে। করোনা পরিস্থিতিতে অসংখ্য মানুষ কাজ হারিয়েছেন। একাধিক কোম্পানি কর্মী সঙ্কোচন করেছেন যার জেরে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন দেশবাসী। তার উপরে মুদ্রাস্ফীতি চরমে উঠেছে। রেলের এই চাকরির আবেদন দেশের কর্মসংস্থানের কঠিন পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।