বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, সোশ্যাল মিডিয়ায় হাসি মুখে ধরা দিলেন জাডেজা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, সোশ্যাল মিডিয়ায় হাসি মুখে ধরা দিলেন জাডেজা

নয়াদিল্লি:  হাঁটুতে চোট পেয়ে এশিয়া কাপের (Asia Cup) মাঝপর্ব থেকেই ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তারপর সফলভাবে তাঁর হাঁটুতে অস্ত্রোপ্রচারও হয়েছে। অস্ত্রোপ্রচারের পর ক্রাচার হাতে নিজের ছবি পোস্ট করেছিলেন জাডেজা। এবার আরও এক নতুন ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ভারতীয় তারকা। হাসিখুশি মুখে এক নিজের নতুন এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভারতীয় তারকা।

হাসিখুশি জাডেজা

ছবিতে জাডেজাকে বেডে বসে হাসিখুশি অবস্থায় ‘থাম্বস আপ’ করতে দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে ভারতীয় তারকা অলরাউন্ডার লেখেন, ‘পুনরাম্ভ’। চোটের জেরে এশিয়া কাপের শেষের দিকে তো খেলতে পারেনইনি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছেন জাডেজা। পরের মাসে, অক্টোবরেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন জাডেজা। এই পুনর্বাসন প্রক্রিয়ায় জাডেজা কেমন কী করছেন, কত দ্রুত তাঁর চোট সারছে, তার ওপর নির্ভর করেই জাডেজার মাঠের ফেরার দিনক্ষণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

জাডেজার অনুপস্থিতিতে হাহুতাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে রবীন্দ্র জাডেজার অনুপস্থিতি ভারতের কাছে সমস্যার হবে বলে মনে করেন বেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। তাঁর মতে, জাডেজা থাকলে সুবিধা পেত ভারত। লেজেন্ডস লিগ ক্রিকেটে গুজরাত জায়ান্টস দলের কোচ প্রসাদ। আপাতত তিনি কলকাতায়।

প্রসাদ বলেছেন, ‘ভারতীয় দল বেশ ভারসাম্য যুক্ত। খুব ভাল দল। এক ঝাঁক দুর্দান্ত ব্যাটার ও অলরাউন্ডার রয়েছে। তবে জাডেজার অভাব অনুভূত হবে। ও থাকলে দল আরও শক্তিশালী হতো।’ প্রসাদ যোগ করছেন, ‘ভারতের বোলিং খুব ভাল। অনেক বৈচিত্র রয়েছে। বাঁহাতি পেসার অর্শদীপ সিংহকে দলে নিয়েছে। পাশাপাশি অভিজ্ঞ যশপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমার রয়েছে। তবে শামি থাকলে ভাল হতো।’

বিরাট ক্ষতি

জাডেজার না থাকা ভারতীয় দলের জন্য বিশাল ক্ষতি মেনে নিচ্ছেন মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। তবে তা সত্ত্বেও বিশ্বকাপে ভারতের বিষয়ে আশাবাদী মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন কোচ। জাডেজার বিষয়ে কথা বলতে গিয়ে জয়বর্ধনে জানান, ‘বিরাট ক্ষতি। ভারতীয় দল ওকে পাঁচ নম্বরে ব্যাট করাচ্ছিল। ও এবং হার্দিক পাণ্ড্য প্রথম ছয়ে ব্যাট করার পাশাপাশি বলও করতে পারায় ভারতীয় দলের ভারসাম্যটাও দারুণ ছিল। মিডল অর্ডারে একজন বাঁ-হাতি না থাকাটা চিন্তারই। সেই কারণেই দীনেশ কার্তিককে বাদ দিয়ে ওরা ঋষভ পন্থকে আবার দলে ফিরিয়ে এনেছে। তবে জাডেজা যে ফর্মে ছিল, তাতে ওর না থাকাটা বিরাট ক্ষতি।’

(Source: abplive.com)