মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও বিধানসভায় অনুপস্থিত বিধায়করা, হলুদ কার্ডের দাওয়াই

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও বিধানসভায় অনুপস্থিত বিধায়করা, হলুদ কার্ডের দাওয়াই

দুর্গাপুজোর আগে বিশেষ অধিবেশন বসেছে রাজ্য বিধানসভায়। এই অধিবেশনে দলের সমস্ত বিধায়ককে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা গেল এই নির্দেশের পরও অনেকে অনুপস্থিত বিধানসভায়। আর দলকে না জানিয়ে বিধানসভায় অনুপস্থিত থাকার জন্য বিধায়কদের বিরুদ্ধে কড়া ব‌্যবস্থা নিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ‘অতিসক্রিয়তা’ নিয়ে নিন্দা প্রস্তাবের ভোটাভুটিতে যে সমস্ত বিধায়ক অনুমতি ছাড়াই অধিবেশনে গরহাজির ছিলেন তাঁদের চিহ্নিত করছে তৃণমূল পরিষদীয় দল। ১৭ জন বিধায়কের তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন দেখার কি ব্যবস্থা নেওয়া হয়।

ঠিক কী বলেছেন পরিষদীয় মন্ত্রী?‌ এই ঘটনা প্রকাশ্যে আসতেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায় সংবাদমাধ্যমে বলেন, ‘‌দলকে না জানিয়ে অধিবেশনে গরহাজির বিধায়কদের নামের তালিকা মুখ‌্যসচেতকের কাছে চেয়েছি। প্রত্যেককে ডেকে জিজ্ঞাসা করব, সভায় হাজির থাকতে মুখ‌্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন তাঁরা অনুপস্থিত ছিলেন? জবাবে সন্তুষ্ট না হলে বিষয়টি নিয়ে মুখ‌্যমন্ত্রীকে রিপোর্ট দেব।’‌

ঠিক কী দেখা গিয়েছে?‌ বিধানসভা অধিবেশন শুরুর প্রথমদিনেই পরিষদীয় দলের বৈঠকে সমস্ত বিধায়কদের সতর্ক করেছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সমস্ত কাজ ফেলে সবাইকে রোজ বিধানসভায় পুরো সময় হাজির থাকতে বলা হয়েছিল। এটা মুখ‌্যমন্ত্রীর নির্দেশ বলে উল্লেখ করেছিলেন পরিষদীয় মন্ত্রী। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিধানসভায় ইডি–সিবিআই নিয়ে নিন্দা প্রস্তাব নিয়ে আসা হল সেদিন দেখা গেল, ভোটাভুটির সময় ২৭ জন তৃণমূল কংগ্রেস বিধায়ক গরহাজির। ২১৬ জন বিধায়কের মধ্যে ১৮৯ জন হাজির ছিলেন।

ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ বিধায়কদের অনুপস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসের বিধানসভায় মুখ‌্যসচেতক নির্মল ঘোষ বলেনন, ‘‌ভোটাভুটির সময় দেখা গিয়েছে সংখ‌্যাটি ২০০ পার হচ্ছে না। দলের বিধায়ক তো ২১৬। তা হলে বাকিরা কোথায় ছিলেন? অনুপস্থিতদের বিরুদ্ধে পরিষদীয় দলের পক্ষ থেকে ‘হলুদ কার্ড’ দেখানো হবে।’‌