মধ্যবিত্ত পরিবার থেকে অনবদ্য কমেডিয়ান… কেমন ছিল রাজুর যাত্রা

মধ্যবিত্ত পরিবার থেকে অনবদ্য কমেডিয়ান… কেমন ছিল রাজুর যাত্রা

আর উঠলেন না রাজু শ্রীবাস্তব। লড়াই গেল থেমে। চলে গেলেন কমেডিয়ান। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন গত ১০ অগাস্ট দিল্লির এক জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হার্ট অ্যাটাক হয়। তড়িঘড়ি তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কত স্বপ্ন ছিল চোখে। যে চোখ আজ নিথর। ১৯৮০-র দশকে উত্তরপ্রদেশের কানপুর থেকে তরুণ রাজু বাণিজ্যনগরীতে পা রাখেন। অভিনেতা হবেন, সেই আশা বুকভরা। কানপুরে তার স্কুল এবং কলেজ শেষ করার পর, তিনি একজন  কৌতুক অভিনেতা হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন মুম্বইতে।১৯৮০তে  বিনোদন শিল্পে যোগ দেন তিনি৷ কানপুরের একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে রাজুর আদর্শ ছিলেন অমিতাভ বচ্চন৷

শৈশবে তাঁর ভাগ্যেও জুটেছিল  উপহাস৷  তাঁর পরিবার চেয়েছিল রাজু পড়াশোনাতেই মন দিক৷ কিন্তু তিনি তো চেয়েছিলেন অন্যকিছু৷ ২০০৫ সালে স্ট্যান্ড-আপ কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এ অংশ নেন তিনি। শুরু হয় পথচলা৷

একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় তিনি বলেন, “আমরা আগে শোগুলির জন্য ২০০০ টাকা পেতাম এবং তারপরে সেটা বেড়ে ২-৫ লক্ষ টাকায় দাঁড়ায়। আমাদের বিদেশে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল৷ সেই সময় মুম্বইতে বাড়ি-গাড়ি কেনা ছিল আমার কাছে অবিশ্বাস্য৷” কমেডি নাইটস উইথ কপিল, দ্য কপিল শর্মা শো এবং মাজাক মজাক মে-এর মতো অনুষ্ঠানে অংশ নেন তিনি। ২০১৩ সালে শ্রীবাস্তব তাঁর স্ত্রীর সঙ্গে নাচ বলিয়ে সিজন ৬-এ অংশ নিয়েছিলেন৷ পরে তিনি কমেডি নাইটস উইথ কপিলেও আসেন৷

তেজাব, সলমন খান অভিনীত ম্যায়নে পেয়ার কিয়া, শাহরুখ খান অভিনীত বাজিগর এবং বোম্বে টু গোয়া সহ বলিউডের চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনয় ছিল অক্ষয় কুমার অভিনীত টয়লেট এক প্রেম কথা এবং ফিরাঙ্গিতে বিশেষ ভূমিকায়।

সেই থেকে সকলে মিলে প্রার্থনা করছিলেন, রাজু যেন চোখ খোলেন, উঠে বসেন, নিজের কথায় হাসিয়ে তোলেন। কিন্তু না, হার্ট অ্যাটাকের পর ব্রেন ড্যামেজ, বিভিন্ন ভাবে শরীরের এক একটি অঙ্গ বিকল হতে হতে  বুধবার চলে গেলেন রাজু।

Published by:Rachana Majumder

(Source: news18.com)