মধ্যবিত্ত পরিবার থেকে অনবদ্য কমেডিয়ান… কেমন ছিল রাজুর যাত্রা
আর উঠলেন না রাজু শ্রীবাস্তব। লড়াই গেল থেমে। চলে গেলেন কমেডিয়ান। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন গত ১০ অগাস্ট দিল্লির এক জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হার্ট অ্যাটাক হয়। তড়িঘড়ি তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কত স্বপ্ন ছিল চোখে। যে চোখ আজ নিথর। ১৯৮০-র দশকে উত্তরপ্রদেশের কানপুর থেকে তরুণ রাজু বাণিজ্যনগরীতে পা রাখেন। অভিনেতা হবেন, সেই আশা বুকভরা। কানপুরে তার স্কুল এবং কলেজ শেষ করার পর, তিনি একজন কৌতুক অভিনেতা হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন মুম্বইতে।১৯৮০তে বিনোদন শিল্পে যোগ…