প্রতিবাদের আওয়াজ উঠলেও ৩০০ কর্মী ছাঁটাই নিয়ে বিচলিত নন Wipro কর্তা

প্রতিবাদের আওয়াজ উঠলেও ৩০০ কর্মী ছাঁটাই নিয়ে বিচলিত নন Wipro কর্তা

Jobs

oi-Kousik Sinha

একধাক্কায় চাকরি চলে গিয়েছে ৩০০ জনের। উইপ্রো-র মতো একটি সংস্থা এমন একটি সিদ্ধান্ত নেওয়ায় স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েথে তথ্য ও প্রযুক্তি সেক্টরে। জানা গিয়েছে, সংস্থা ওই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরই সংস্থার কর্তা রিশাদ প্রেমজির কাছে আসতে শুরু করেছে হেট মেল। অর্থাৎ সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া মন্তব্য করছেন অনেকেই। তবে তাতে এতটুকুও বিচলিত নন প্রেমজি।

উইপ্রো-তে বসে অন্য সংস্থার জন্য কাজ করছিলেন, এমন অভিযোগেই ছাঁটাই করে দেওয়া হয়েছে কর্মীদের। প্রেমজি এই ঘটনাকে স্পষ্ট ভাষায় প্রতারণা বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, হেট মেল এলেও সংস্থা তার অবস্থানে অনড়। তাদের স্পষ্ট দাবি, সংস্থার সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেই ছাঁটাই করা হয়েছে কর্মীদের।

সম্প্রতি একটি ম্যানেজমেন্টের অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়ে তিনি কর্মীদের সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, বিশ্বাসঘাতকতা করার জন্যই বরখাস্ত করা হয়েছে কর্মীদের, এখনও নজর রাখা হচ্ছে। কেউ এমন কাজ করলে তাঁদের চিহ্নিত করে পদক্ষেপ করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। কারণ এই ধরনের কাজ যাঁরা করছেন তাঁরা সংস্থার গোপনীয়তা ভঙ্গ করছেন। সেটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

উইপ্রোর কর্নধার জানিয়েছেন, যাঁরা মনে করছেন তাঁরা ধরা পড়বেন না, তাঁদের সাবধার হওয়া প্রয়োজন। তাঁর দাবি উইপ্রো নিজের সংস্থার গোপনীয়তার সঙ্গে কোনও ভাবেই আপোস করবে না। অন্যদিকে সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন আইটি কর্মীদেরই একাংশ।