ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল

ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল

Gmail Trip and Tricks:  একে তো ই-মেলে জায়গার সংকুলন, অন্য দিকে বিজ্ঞাপনী ই-মেলে ভরে উঠছে ইনবক্স। এমন অবস্থা যে দরকারি ইমেল খুঁজে পাওয়া ভার! এ যেন ঠিক শঙ্খ ঘোষের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের আধুনিক সস্করণ।

বিজ্ঞাপনী বা প্রচারমূলক ই-মেলগুলি হল বিপণন মেলগুলো যা কোনও সাইটে বা প্ল্যাটফর্মে রেজিস্টার করলে পাওয়া যায়। এমন মেলের সুবিধা হল, এগুলো থেকে নতুন জিনিসের বাজারে আসার খবর জানা যায়। তাই এমন নয় যে এই ইমেলগুলি সর্বদা অপ্রয়োজনীয়, তবে এগুলি আমাদের জি-মেল ইনবক্স দ্রুত ভরে ফেলে। যার ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ মেলগুলি হারিয়ে যেতে পারে। তবে এই সব ই-মেল মুছে ফেলার একটি সহজ কৌশল আছে। যা এই ধরনের প্রচারমূলক ই-মেলগুলিকে এক সঙ্গে মুছে ফেলা সম্ভব করে তোলে। অবাক লাগলেও, এটাই বাস্তব।

প্রতিটি বিজ্ঞাপনী বা প্রচারমূলক ই-মেলের শেষে একটি ‘আনসাবস্ক্রাইব’ বোতাম থাকে। এই বোতামে ক্লিক করলে এই ই-মেলগুলি আমাদের জি-মেল ইনবক্সে আর আসবে না। এমনকী, স্প্যাম ফোল্ডারেও আসা বন্ধ হয়ে যাবে।

এটি করতে, প্রথমে জি-মেল অ্যাকাউন্টে লগইন করতে হবে। তারপর মেল খুলতে হবে। এবার যে ওয়েবসাইট/কোম্পানির ই-মেলটি আর দরকার মনে হয় না, সেটি খুলে ফেললে নিচের দিকে স্ক্রল করে গেলে পাওয়া যাবে আনসাবস্ক্রাইব বোতাম। সেটা চাপলেই কেল্লা ফতে। মুক্তি মিলবে অবাঞ্ছিত মেলের হাত থেকে।

প্রসঙ্গত জানিয়ে রাখা যায় যে তাদের স্মার্ট রিপ্লাই ফিচারে গুগল আরও তিনটি নতুন ভাষা যোগ করেছে। এই তিনটি নতুন ভাষা হল- স্প্যানিশ, পোর্তুগিজ এবং ফ্রেঞ্চ। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে এই ব্যাপারে ইউজারদের কোনও কিছু নিয়েই ভাবার দরকার নেই, তাঁরা যে ভাষাতেই টাইপ করুন না কেন, অ্যাপ সেটা আপনা থেকেই বুঝে নেবে এবং সেই ভাষাতেই রিপ্লাই দেবে। তবে হ্যাঁ, এই সুবিধা নিতে গেলে ইউজারকে স্মার্ট রিপ্লাই ফিচারটা এনেবল করে রাখতে হবে। কী ভাবে, সেটাও দেখে নেওয়া যাক এক ঝলকে।

এর জন্য সবার প্রথমে যেতে হবে অ্যাপ সেটিংসে। এর পর গিয়ার আইকন থেকে পৌঁছে যেতে হবে এনেবল স্মার্ট রিপ্লাই অন ওয়েব অ্যান্ড ডেস্কটপে। না বললেই নয়- চ্যাটের ওয়েব ভার্সনে স্মার্ট রিপ্লাই ফিচার কেবল স্প্যানিশ, পোর্তুগিজ, ফ্রেঞ্চ এবং ইংরেজি ভাষাতেই কাজ করবে।

Published by:Ananya Chakraborty

(Source: news18.com)