ভিলেন আম্পায়ার! তবু মহিলাদের এশিয়া কাপে প্রথম জয় ছিনিয়ে নিল ভারত

ভিলেন আম্পায়ার! তবু মহিলাদের এশিয়া কাপে প্রথম জয় ছিনিয়ে নিল ভারত

#বাংলাদেশ: ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ৩-০ ব্য়বধানে জয়ের পর মহিলা এশিয়া কাপের শুরুটাও দুরন্তভাবে করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে এক তরফাভাবে শ্রীলঙ্কাকে হারাল মহিলা টিম ইন্ডিয়া। ৪১ রানে জয় পেল হরমনপ্রীত কউরের দল।

ম্য়াচে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করে ভারতীয় দল। দলের হয়ে ইনবদ্য় ইনিংস খেলেন জেমিমা রড্রিগেজ। একাই ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। জেমিমার ৫৩ বলে ৭৬ রানের ইনিংস সাজানো ১১টি চার ও একটি ছয়ে সাজানো। এছাড়া ৩৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক হরমনপ্রীত কউর।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্য়ব্য়বধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা মহিলা দল। কোনও বড় পার্টনারশিপ গড় তুলতে পারেনি চামিরা আথাপাত্থুর দল। দয়ালান হেমলতা, পুজা ভাস্ত্রাকার, দীপ্তি শর্মা, রাধা যাদবদের দাপটে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা মহিলা দল। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন হাসিনি পেরেরা।

এছাড়া ২৬ রান করেন হারিস্থা সামারাউইকরামা ও ১১ রান করেন ওসাদি রানাসিঙ্ঘে। এছাড়া কোনও শ্রীলঙ্কান ব্য়াটসম্য়ান ১০ রানের গণ্ডি টপকাতে পারেননি। ১৮.২ ওভারে অলআউট হয়ে যায় দ্বীপরাষ্ট্র। ৪১ রানে ম্য়াচ জেতে মহিলা টিমইন্ডিয়া।

ভারতীয় মহিলা দলের হয়ে এদিন বল হাতে নজর কাড়েন দয়ালান হেমলতা, পুজা ভাস্ত্রাকার, দীপ্তি শর্মা, রাধা যাদবরা। ম্য়াচে সবথেকে বেশি ৩টি উইকেট নেন দয়ালান হেমলতা। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন পুজা ও দীপ্তি। একটি উইকেট পেয়েছেন রাধা যাদব। এশিয়া কাপের শুরুটা অনবদ্য় জয় দিয়ে করতে পেরে খুশি অধিনায়ক হরমনপ্রীত কউর।

তবে এদিন ভারত জিতলেও আম্পায়ারিং নিয়ে উঠল প্রশ্ন। কারণ ভারতের ব্য়াটিংয়ের সময় পুজা ভাস্ত্রাকারের রান আউটের যে সিদ্ধান্ত দিলেন ম্য়াচের তৃতীয় আম্পায়ার শিবানি মিশ্র, তা অবাক করেছে সকলকে।

ভারতের ব্য়াটিংয়ের শেষ ওভারে পুজা ভাস্ত্রাকারের রান আউটের আবেদন করে শ্রীলঙ্কা। কিন্তু দেখা যায় ক্রিজে ঢোকার পর উইকেট ভেঙেছেন শ্রীলঙ্কার উইকেট রক্ষক। কিন্তু তারপরও আউটের সিদ্ধান্ত দেন কাতারের তৃতীয় আম্পায়ার শিবানি মিশ্র।

সেই সিদ্ধান্তে মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন পুজা। অবাক হয়ে যান শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এমন বড় মাপের প্রতিযোগিতায় নিম্ননানের আম্পায়ারিং দেখে স্তম্ভিত সকলেই।

মেয়েদের এশিয়া কাপে ভারতের গ্রুপ ম্যাচের সূচি:-
১ অক্টেবর (শনিবার): ভারত বনাম শ্রীলঙ্কা (ভারত ৪১ রানে জয়ী)
৩ অক্টেবর (সোমবার): ভারত বনাম মালয়েশিয়া (সিলেট, দুপুর ১টা)
৪ অক্টেবর (মঙ্গলবার): ভারত বনাম আমিরশাহি (সিলেট, দুপুর ১টা)
৭ অক্টেবর (শুক্রবার): ভারত বনাম পাকিস্তান (সিলেট, দুপুর ১টা)
৮ অক্টেবর (শনিবার): ভারত বনাম বাংলাদেশ (সিলেট, দুপুর ১টা)
১০ অক্টেবর (সোমবার): ভারত বনাম থাইল্যান্ড (সিলেট, দুপুর ১টা)

Published by:Sudip Paul

(Source: news18.com)