SBI গ্রাহকদের জন্য বড় ধাক্কা! বাড়ি ও গাড়ির লোনের জন্য দিতে হবে বেশি টাকা

SBI গ্রাহকদের জন্য বড় ধাক্কা! বাড়ি ও গাড়ির লোনের জন্য দিতে হবে বেশি টাকা

#কলকাতা: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে এবার ব্যাঙ্কগুলিও তাদের সুদের হার বাড়াতে শুরু করে দিয়েছে ৷ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক তাদের এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট (ইবিএলআর) ও রেপো লিঙ্কড লেন্ডিং রেটে (আরএলএলআর) ৫০ বেসিস পয়েন্টস বৃদ্ধি করেছে ৷ এর জেরে ব্যাঙ্ক থেকে আগে যাঁরা লোন নিয়েছেন এবং নতুন গ্রাহকদের বড় ধাক্কা লাগতে চলেছে ৷

রেট বদলানোর জেরে ব্যাঙ্কের ইবিএলআর এখন ৮.৫৫ শতাংশ এবং আরএলএলআর ৮.১৫ শতাংশ হয়ে গিয়েছে ৷ নয়া রেট ১ অক্টোবর ২০২২ থেকে লাগু হয়ে গিয়েছে ৷ আপনি যদি স্টেট ব্যাঙ্কের হোম লোন নিয়ে থাকেন তাহলে আপনাকে ০.৫০ শতাংশ বেশি সুদ দিতে হবে ৷

কতটা প্রভাব পড়বে আপনার পকেটে ?

কোনও ব্যক্তি যদি ব্যাঙ্ক থেকে ৩৫ লক্ষ টাকার হোম লোন নিয়ে থাকে ২০ বছরের জন্য, তাহলে পুরনো হিসেবে ৮.০৫ শতাংশ সুদ দিতে হচ্ছিল ৷ অর্থাৎ ২৯,৩৮৪ টাকা ইএমআই দিতে হচ্ছিল ৷ এবার নতুন রেট লাগু হওয়ার পর দিতে হবে ৮.৫৫ শতাংশ সুদ ৷ অর্থাৎ আপনার ইএমআই বেড়ে ৩০,৪৮৫ টাকা হয়ে যাবে ৷ এই হিসেব অনুযায়ী, প্রতি মাসে অতিরিক্ত ১১০১ টাকা ইএমআই হিসেবে দিতে হতে পারে ৷ সূত্রের খবর, সুদের হার গ্রাহকদের লোন হিস্ট্রি, সিভিল স্কোর, তাদের প্রোফাইল, রিস্ক অ্যাসেসমেন্টের উপর নির্ভর করবে এবং তাতে বদল হতে পারে ৷

ব্যাঙ্কের তরফে বাড়ানো সুদের হার পুরনো এবং নতুন সব গ্রাহকদের উপরই প্রযোজ্য ৷ নতুন সুদের হার রিসেট ডেট থেকে লাগু করা হবে ৷ রিসেট ডেট সেই দিনটিকে ধরা হয় যখন ব্যাঙ্ক আপনাকে দেওয়া লোনের সুদের হার ফের পর্যালোচনা করে থাকে ৷

লোনের সময় বাড়ালে কি কমলে সুদের হার ?

অনেক সময় দেখা গিয়েছে, কয়েকজন সুদের হার আগের মতো রাখার জন্য টেনিউর বাড়িয়ে থাকে লোনের ৷ এতে আপনার ইএমআই এর টাকাটা এক থাকলেও লোন শোধের সময়টা বেড়ে যায় ৷ তবে লম্বা সময়ের ক্ষেত্রে আপনার মোট ইন্টারেস্টের টাকা অনেকটাই বেড়ে যায় ৷ তাই ইএমআই এর অঙ্কটা এক রাখার জন্য টেনিউর বাড়ানোর আগে অবশ্যই এটা খেয়াল রাখবেন ৷

Published by:Dolon Chattopadhyay

(Source: news18.com)