কেজরিওয়ালকে লক্ষ্য করে জলের বোতল ছুড়ে মারার অভিযোগ রাজকোটে !

কেজরিওয়ালকে লক্ষ্য করে জলের বোতল ছুড়ে মারার অভিযোগ রাজকোটে !

রাজকোট: গুজরাতের রাজকোটে গিয়ে প্রবল অস্বস্তির মুখে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয় ৷ এমনটাই অভিযোগ পাওয়া গিয়েছে ৷ যদিও পরে জানা যায় সেই বোতল কেজরিওয়ালের গায়ে লাগেনি ৷ বোতল ছোড়ার সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷

গুজরাতে বিধানসভার নির্বাচনে প্রচারের কাজে গিয়েছেন কেজরিওয়াল ৷ দু’দিনের জন্য গুজরাত সফরে গিয়েছেন তিনি ৷ আর এর মধ্যেই এমন কাণ্ড ঘটল ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় গরবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তেমনই একটি গরবার অনুষ্ঠানে গিয়েছিলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ আর সেখানেই তাঁকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয় বলে অভিযোগ ৷

খোড়ালধাম মন্দিরে হাজির হয়ে জনতার উদ্দেশে হাত নাড়াতে নাড়াতে হেঁটে যাচ্ছিলেন কেজরিওয়াল। হঠাৎই দেখা যায় একটি জলের বোতল কেজরওয়ালের সামনে দিয়ে উড়ে গিয়ে পড়ে অন্য জায়গায় ৷ ভাগ্য ভাল, সেটা তাঁর গায়ে লাগেনি ৷ অল্পের জন্য রক্ষা পান কেজরিওয়াল ৷

Published by:Siddhartha Sarkar

(Source: news18.com)