চিকিৎসায় অসামাণ্য অবদানের জন্য নোবেল পেলেন সান্তে পাবো, পুরস্কার মূল্য বিপুল

চিকিৎসায় অসামাণ্য অবদানের জন্য নোবেল পেলেন সান্তে পাবো, পুরস্কার মূল্য বিপুল

#নয়াদিল্লি : সুইডেনের সান্তে পেবোকে চিকিৎসা ক্ষেত্রে অসামাণ্য অবদানের জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন৷ তাঁর ‘মানুষের ক্রমিক বিকাশ’ নিয়ে রিসার্চের জন্য তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে৷

সুইডেনের সান্তে পেবোকে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে৷

গত বছরের পুরস্কার বিজেতা ডেভিড জুলিয়াস এবং অর্ডম পটাপুটিয়ন ছিলেন৷ তাঁদের গবেষণা ছিল মানুষের উষ্ণতা এবং স্পর্শ কীভাবে সম্পর্কিত হবে তা নিয়েই ছিল তাঁদের গবেষণা৷

পুরস্কার মূল্য প্রচুর৷ সুইডিশ মুদ্রায় এক কোটি সুইডিশ ক্রোনার নগদে দেওয়া হবে৷ বিজেতা ১০ ডিসেম্বর দেওয়া হবে৷ যা ভারতীয় মুদ্রায় ৭.৩১ কোটি টাকা৷ এই পুরস্কার মূল্য নোবেল পুরস্কারের শুরু করা আবিষ্কারক অ্যালফ্রেড নোবেলের রেখে যাওয়া সম্পত্তি থেকে দেওয়া হয়৷ ১৮৯৫ সালে তাঁর মৃত্যু হয়৷

Published by:Debalina Datta

(Source: news18.com)