স্টকহোম: চিকিৎসাবিজ্ঞানে এই বছরের নোবেল বিজয়ী সুইডেনের বিজ্ঞানী সান্তে প্যাবো (Svante Paboo)। ৩ অক্টোবর, সোমবার, নোবেল কমিটির তরফে তাঁর নাম ঘোষণা করা হয়।
কী কারণে নোবেল সম্মান:
নোবেল কমিটির তরফে বলা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে এই বছরের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সুইডেনের এই বিজ্ঞানীকে। বিলুপ্ত হোমিনদের জিনোম (genome) এবং মানব প্রজাতির বিবর্তন নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে এই বিজ্ঞানীকে।
BREAKING NEWS:
The 2022 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Svante Pääbo “for his discoveries concerning the genomes of extinct hominins and human evolution.” pic.twitter.com/fGFYYnCO6J— The Nobel Prize (@NobelPrize) October 3, 2022
চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায় সবচেয়ে সম্মানীয় পুরস্কার নোবেল। Nobel Assembly of Sweden’s Karolinska Institute-এর তরফে এই পুরস্কার প্রদান করা হয়। প্রাপককে দশ মিলিয়ন সুইডিশ ক্রাউন (Swedish crowns) দেওয়া হয় পুরস্কারের অর্থমূল্য হিসেবে। এই বছরের নোবেল পুরস্কারের মধ্য়ে প্রথম ঘোষণা করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে নোবেলের বিষয়টিই।
নোবেল পুরস্কার জয়ের খবরটি বিজ্ঞানী পাবোকে জানিয়েছিলেন নোবেল কমিটি ফর ফিজিওলজি বা মেডিসিন ( Nobel Committee for Physiology or Medicine)-এর সেক্রেটারি থমাস পার্লমান। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, থমাস জানিয়েছেন যে নোবেল জয়ের খবর পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন সান্তে প্যাবো।
পরিবারে আগেও নোবেল-জয়:
বিজ্ঞানী পাবোর বাবা সুনে বার্গস্ট্রম (Sune Bergström) জৈব রসায়নবিদ ছিলেন। তিনিও তাঁর কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবার পেলে তাঁর পুত্র সান্তে পাবো। তিনি, প্রত্নতাত্ত্বিক এবং প্যালিওন্টোলজিকাল অবশেষ থেকে ডিএনএ সিকোয়েন্সের পরীক্ষা সংক্রান্ত এবং মানব প্রজাতির বিকাশ নিয়ে গবেষণা করেছেন।
বিশেষ খোঁজ:
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিজ্ঞানী পাবো একটি প্রাচীন মানব প্রজাতির আবিষ্কারও করেছেন। যার নাম ডেনিসোভান। সাইবেরিয়ায় মেলা আঙুলের একটি হাড় থেকে সেই খোঁজ পান তিনি। প্রাচীন মানবপ্রজাতি নিয়েন্ডারথালের জিনোম সিকোয়েন্সিং-এর জন্যও তিনি সমাদৃত।
নোবেল পুরস্কারের ক্ষেত্রে শান্তি ও অর্থনীতিতে নোবেল নিয়ে তুমুল আগ্রহ থাকে। আগামী শুক্রবার শান্তিতে নোবেল এবং আগামী ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
(Source: abplive.com)