সাহিত্যে নোবেল সম্মান নরওয়ের! পুরস্কৃত সাহিত্যিক জন ফস
নয়াদিল্লি: ঘোষিত হল সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize)। নরওয়ের লেখক (Norwegian Author) জন ফসে (Jon Fosse) এবার সাহিত্যে নোবেল (Nobel Prize 2023 Literature) পুরস্কার পেলেন। ৫ অক্টোবর, রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির তরফ থেকে জানানো হয়েছে, সমাজের পিছিয়ে পড়া অংশের বক্তব্য তুলে ধরেছে তাঁর অতুলনীয় সাহিত্যকর্ম, সেই কারণেই এবার নোবেল পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে। ১৯৫৯ সালে নরওয়ের পশ্চিম উপকূলে (Norwegian west coast) জন্ম Jon Fosse-এর। ২০২১ সালে সামনে আসে তাঁর সৃষ্টি ‘Septology’- অসামান্য জনপ্রিয়তা পায় তাঁর এই কবিতা। এছাড়াও…